avatar
+৫ টি ভোট

আধুনিক কম্পিউটার আসার আগে কিভাবে ভিডিও এডিট করা হতো?

আজকের দিনে আমরা কম্পিউটার দিয়ে সহজে ভিডিও এডিট করতে পারি। কিন্তু আধুনিক কম্পিউটার আসার আগে কিভাবে ভিডিও এডিট করা হতো?

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট
ডিজিটাল যুগ এর আগে ক্যামেরা গুলো ছিলো অ্যানালগ। সে সময়ফুটেজ ধারন করার জন্য ফিল্ম ব্যাবহার করা হতো। 

সে সময় এডিট করা ছিল অনেক কষ্টসাধ্য কাজ। সবকিছু ম্যানুয়ালি করতে হতো। ফুটেজ থেকে কোন কিছু রিমুভ করতে হলে ফিল্ম এর নির্দিষ্ট ফ্রেম কেটে ফেলতে হতো। এভাবে প্রতিটি ফ্রেম দেখে দেখে এডিট করা লাগতো। 

যদিও এভাবে অবশ্য সময় সাপেক্ষ। তবে মূলত এভাবেই অতিতে কম্পিউটার বিহীন এডিট এর কাজ গুলো করা হতো।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
ভিডিও ক্যামেরা কে আবিষ্কার করেছেন?
আমরা যে ক্যামেরা দিয়ে ভিডিও করি এই ভিডিও ক্যামেরা প্রথম কে আবিষ্কার করেছেন?
avatar
+৪ টি ভোট
সিসি ক্যামেরার ভিডিও কোয়ালিটি এত খারাপ হয় কেন?
সিসি ক্যামেরা এর ভিডিও কোয়ালিটি কেন খারাপ হয়? স্মার্টফোনের ক্যামেরাও তো এরচেয়ে অনেক ভালো কোয়ালিটির ভিডিও ধারন করে। 
avatar
+৩ টি ভোট
বুর্জ খলিফা এ কিভাবে ভিডিও শো দেখানো হয়?
বুর্জ খলিফা বিল্ডিং এ বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞাপন দেখানো হয় পুরো বিল্ডিং এর গায়ে। এটা কিভাবে দেখানো হয়?
avatar
+৪ টি ভোট
ফটো এডিটিং এর জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো হবে?
স্মার্ট ফোনে ফটো এডিটিং এর জন্য কি কি অ্যাপস আছে। এগুলোর মধ্যে কোনটি ব্যবহার করা সবচেয়ে ভালো হয়।
avatar
+৩ টি ভোট
বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কে?
ইউটিউবে আমরা অনেক ইউটিউবারের ভিডিও দেখে থাকি। এর মধ্যে থেকে এই মুহুর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কে। সে কোন দেশের নাগরিক?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...