ডিজিটাল যুগ এর আগে ক্যামেরা গুলো ছিলো অ্যানালগ। সে সময়ফুটেজ ধারন করার জন্য ফিল্ম ব্যাবহার করা হতো।
সে সময় এডিট করা ছিল অনেক কষ্টসাধ্য কাজ। সবকিছু ম্যানুয়ালি করতে হতো। ফুটেজ থেকে কোন কিছু রিমুভ করতে হলে ফিল্ম এর নির্দিষ্ট ফ্রেম কেটে ফেলতে হতো। এভাবে প্রতিটি ফ্রেম দেখে দেখে এডিট করা লাগতো।
যদিও এভাবে অবশ্য সময় সাপেক্ষ। তবে মূলত এভাবেই অতিতে কম্পিউটার বিহীন এডিট এর কাজ গুলো করা হতো।