মূলত এডি ট্রান্সফরমার এর এডি কারেন্ট লস কমাতে সলিড আয়রন কোর এর পরিবর্তে পাতলা লেমিনেটেড আয়রন সিট ব্যবহার করা হয়। কোনো কন্ডাকটর পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্সকে কর্তন করলে তার মধ্যে এডি করেন্ট উৎপন্ন হয়। ট্রান্সফরমার এর ক্ষেত্রে প্রাইমারি ওয়ান্ডিং এ প্রবাহিত কারেন্ট এই পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন করে, যা ট্রান্সফরমার এর আয়রন কোর কতৃক কর্তিত হওয়ার ফলে কোর এ এডি কারেন্ট উৎপন্ন হয়। উৎপন্ন এডি করেন হিট এ রুপান্তর হয়ে ট্রান্সফরমারকে গরম করে এবং পাওয়ার লস ঘটায়
কন্টাক্টর এর রেজিস্ট্যান্স যত কম হয় এডি কারেন্ট তত বেশি হয় এবং কন্ডাকটর এর রেজিস্ট্যান্স বেশি হলে এডি কারেন্ট কম হয়। তাই পাতলা লেমিনেটেড আয়রন সিট ব্যবহার করা হয় যাতে সিটগুলো 3কে ওপরের থেকে আলাদা থাকে এবং এদের রেজিস্ট্যান্স বেশি হওয়ার ফলে এডি কারেন্ট কম উৎপন্ন হয়।
তাছাড়া এই পাতলা সিটগুলো এমনভাবে সাজানো হয় যাতে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ম্যাগনেটিক লিংক ভালো হয় এবং সর্বোচ্চ পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স সেকেন্ডারিতে পৌঁছে সেকেন্ড সেকেন্ডারি ওয়াইন্ডিংকে কর্তন করতে পারে। এতে ট্রান্সফরমার এর দক্ষতা বৃদ্ধি পায়।