avatar
+৩ টি ভোট

32 বিট এবং 64 বিট প্রসেসর এর মধ্যে পার্থক্য কি?

ডিজিটাল ডিভাইস সেটা মোবাইল হোক কিংবা কম্পিউটার দেখা যায় যে কোনো ডিভাইজে 32 বিট প্রসেসর থাকে আবার কোনো ডিভাইজে 64 বিট প্রসেসর থাকে। এখন আমার প্রশ্ন হলো এদের মধ্যে পার্থক্য কি এবং কোনটি ভালো!

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

বর্তমানে কম্পিউটারে প্রধানত দুই ক্যাটাগরির প্রসেসর রয়েছে। যা হচ্ছে 32-বিট প্রসেসর এবং 64-বিট প্রসেসর। এই দুই ধরনের কম্পিউটার প্রসেসর ভিন্ন রকমের পার্ফর্মেন্স প্রদান করে।


32-বিট এবং 64-বিট প্রসেসরের প্রধান পার্থক্য হলো একবারে কতটা ডেটা প্রসেস করতে পারে সেই ক্ষমতা। যেমন একটি 32-বিট এর প্রসেসর একবারে 32 বিট ডেটা প্রসেস করতে পারে, যেখানে একটি 64 বিট প্রসেসর করে 64 বিট ডেটা।


দুই প্রসেসর এর আরো একটি বড় পার্থক্য হলো এদের র্যাম হ্যান্ডেল করার ক্ষমতা। কত বিট এর প্রসেসর কি পরিমান র্যাম হ্যান্ডেল করতে পারবে সেটা হিসেব করা হয় 2n এই সূত্রের সাহায্যে, এখানে n হলো বিট এর সংখ্যা। এই হিসেবে একটি 32-বিট এর প্রসেসর মাত্র 4 GB ( 4 গিগাবাইট) র্যাম হ্যান্ডেল করতে পারে। অপরদিকে একটি 64-বিট প্রসেসর যে পরিমান র‌্যাম হ্যান্ডেল করতে পারে সেটা কল্পনাও করেননি কখনো। থিওরিটিক্যালি একটি 64-বিট প্রসেসর 16 EB (16 এক্সাবাইট) র‌্যাম হ্যান্ডেল করতে পারে যা 16 মিলিয়ন টেরাবাইট বা 16 বিলিয়ন গিগাবাইট।


উল্লেখ্য, একটি 32 বিট প্রসেসর এর কম্পিউটার শুধু 32 বিট অপারেটিং সিস্টেম এবং প্রোগ্রাম রান করতে পারে। এটি 64 বিট এর প্রোগ্রাম চালাতে সক্ষম নয়। তবে 64 বিট এর প্রসেসর কিন্তু 32 বিট চালাতে পরে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
একটি 32 বিট প্রসেসর সর্বোচ্চ কত জিবি র্যাম হ্যান্ডেল করতে পারে?
যে ডিভাইজে 32 বিট (bit) প্রসেসর আছে সেই ডিভাউজে সর্বোচ্চ কত জিবি র‍্যাম লাগানো কার্যকর হবে!
avatar
+৩ টি ভোট
বিট এবং বাইট এর মধ্যে পার্থক্য কি?
কোথাও ইন্টারনেট স্পিড এত মেগাবাইট কোথাও মেগাবিট! এই বিট এবং বাইট কি ভিন্ন দুটি ইউনিট? ভিন্ন হলে এদের মধ্যে পার্থক্য কি?
avatar
+৪ টি ভোট
অ্যামোলেড (AMOLED) এবং ওলেড (OLED) ডিসপ্লের মধ্যে পার্থক্য কি?
কোনো ফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকে আবার কিছু ফোনে ওলেড ডিসপ্লে থাকে, এদের মধ্যে পার্থক্য কি? এর এদের মধ্যে কোনটি ভালো?
avatar
+৫ টি ভোট
ওয়ারেন্টি এবং গ্যারান্টি এর মধ্যে পার্থক্য কি?
কোনো পণ্যে ওয়ারেন্টি এর উল্লেখ দেখা যায় আবার কোনো পণ্যে গ্যারান্টি এর উল্লেখ দেখা যায়। এই দুটি কি একই নাকি ভিন্ন? ভিন্ন হলে এদের পার্থক্য কি?

টি উত্তর
avatar
+২ টি ভোট
পয়জন (poison) এবং ভেনম (venom) এর মধ্যে পার্থক্য কি?
প্রায়শই এরকম শুনে থাকি যে কোনো কোনো গাছের ফল কিংবা কীট-পতঙ্গ কিংবা সাপ পয়জনাস আবার কোনগুলো ভেনোমাস। ইংরেজি থেকে পয়জনাস এবং ভেনমাস উভয়ের অর্থ করলে বিষাক্ত পাওয়া যায়। এদের মধ্যে কোনো পার্থক্য আছে?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...