রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 61 বার দেখা হয়েছে
ডিজিটাল ডিভাইস সেটা মোবাইল হোক কিংবা কম্পিউটার দেখা যায় যে কোনো ডিভাইজে 32 বিট প্রসেসর থাকে আবার কোনো ডিভাইজে 64 বিট প্রসেসর থাকে। এখন আমার প্রশ্ন হলো এদের মধ্যে পার্থক্য কি এবং কোনটি ভালো!
+3 টি ভোট

1 টি উত্তর

(1.2k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

বর্তমানে কম্পিউটারে প্রধানত দুই ক্যাটাগরির প্রসেসর রয়েছে। যা হচ্ছে 32-বিট প্রসেসর এবং 64-বিট প্রসেসর। এই দুই ধরনের কম্পিউটার প্রসেসর ভিন্ন রকমের পার্ফর্মেন্স প্রদান করে।


32-বিট এবং 64-বিট প্রসেসরের প্রধান পার্থক্য হলো একবারে কতটা ডেটা প্রসেস করতে পারে সেই ক্ষমতা। যেমন একটি 32-বিট এর প্রসেসর একবারে 32 বিট ডেটা প্রসেস করতে পারে, যেখানে একটি 64 বিট প্রসেসর করে 64 বিট ডেটা।


দুই প্রসেসর এর আরো একটি বড় পার্থক্য হলো এদের র্যাম হ্যান্ডেল করার ক্ষমতা। কত বিট এর প্রসেসর কি পরিমান র্যাম হ্যান্ডেল করতে পারবে সেটা হিসেব করা হয় 2n এই সূত্রের সাহায্যে, এখানে n হলো বিট এর সংখ্যা। এই হিসেবে একটি 32-বিট এর প্রসেসর মাত্র 4 GB ( 4 গিগাবাইট) র্যাম হ্যান্ডেল করতে পারে। অপরদিকে একটি 64-বিট প্রসেসর যে পরিমান র‌্যাম হ্যান্ডেল করতে পারে সেটা কল্পনাও করেননি কখনো। থিওরিটিক্যালি একটি 64-বিট প্রসেসর 16 EB (16 এক্সাবাইট) র‌্যাম হ্যান্ডেল করতে পারে যা 16 মিলিয়ন টেরাবাইট বা 16 বিলিয়ন গিগাবাইট।


উল্লেখ্য, একটি 32 বিট প্রসেসর এর কম্পিউটার শুধু 32 বিট অপারেটিং সিস্টেম এবং প্রোগ্রাম রান করতে পারে। এটি 64 বিট এর প্রোগ্রাম চালাতে সক্ষম নয়। তবে 64 বিট এর প্রসেসর কিন্তু 32 বিট চালাতে পরে।


+1 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...