রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 31 বার দেখা হয়েছে
অনেক টেক বেজড ওয়েবসাইটকে দেখা যায় .io ডোমেইন নেম ব্যবহার করতে। এর পিছনে কি বিশেষ কোনো কারণ আছে?
+3 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

.io হলো ব্রিটিশ ইন্ডিয়ান ওশিয়ান টেরিটরির কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। টেক এবং টুল ওয়েবসাইট গুলো .io ডোমেইন ব্যবহার করার মূল কারণ হলো IO দ্বারা কম্পিউটার সায়েন্স এ ইনপুট এবং আউটপুট বোঝানো হয়। সকল টুলস ওয়েবসাইট এবং সফটওয়্যার এ আমরা কোনো ইনপুট দেওয়ার পর সেই অনুযায়ী আমাদের আউটপুট পাবো সেটা বোঝাতেই মূলত টেক এবং টুল ওয়েবসাইট গুলো .io ডোমেইন ব্যবহার করে।


বর্তমান ওয়েবসাইটগুলোর প্রায় অর্ধেক ই .com ডোমেইন ব্যবহার করে। .com সবচেয়ে অধিক চাহিদাসম্পন্ন ডোমেইন। যতই দিন যাচ্ছে ততই ফুরিয়ে আসছে ভালো .com ডোমেইন নেম গুলো। অপরদিকে বর্তমানে মাত্র প্রায় 0.4% ওয়েবসাইট .io ডোমেইন ব্যবহার করছে, যায় ফলে .io তে এখনও অনেক ভালো ভালো ডোমেইন নেম উপলব্ধ। আর যেহেতু .io এখন অনেক জনপ্রিয়তা পাচ্ছে তাই নিজের পছন্দের .com ডোমেইন টি উপলব্ধ না থাকলে আরেকটি সুন্দর ডোমেইন নেম খোঁজার পরিবর্তে .io তে রেজিষ্টার করছে অনেকে।

নির্বাচিত করেছেন
+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

easoyeb (1.2k পয়েন্ট) 14 ফেব্রুয়ারি প্রশ্ন করেছেন
হেডফোন কেন অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায়?
+4 টি ভোট
1 টি উত্তর

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...