avatar
+৩ টি ভোট

অল্টারনেটর সিংক্রোনাস স্পিডে ঘোরানো হয় কেন?

অল্টারনেটর বা এসি জেনারেটর সবসময় একটি নির্দিষ্ট স্পিডে ঘোরানো হয়। এর পিছনে কারণ কি?
avatar
grate question sir for electrical student
+১

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

মূলত উৎপাদিত ইলেকট্রিসিটির ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি ফিক্সড রাখার জন্য অল্টারনেটর/এসি জেনারেটর সিনক্রোনাস/ফিক্সড স্পিডে ঘোরানো হয়। 


একটি অল্টারনেটর এর- 

P = পোল সংখ্যা

N= প্রতিটি পোলে কয়েল এর প্যাঁচ সংখ্যা,

Ns = ঘোরানোর স্পিড,

f = ফ্রিকুয়েন্সি,

Φm = প্রতিটি পোলের সর্বোচ্চ ম্যাগনেটিক ফ্লাক্স

E = উৎপাদিত ইএমএফ হলে,


আমরা জানি,

ফ্রিকুয়েন্সি,

$$ f= {PN_s \over 120} $$


ভোল্টেজ,

$$ E = 4.44×Φ_mfN $$


এখানে দেখা যাচ্ছে উৎপাদিত ইলেকট্রিসিটির ফ্রিকুয়েন্সি সরাসরি অল্টারনেটর এর ঘূর্ণন স্পিড এর সাথে সমানুপাতিক এবং উৎপাদিত ভোল্টেজ ফ্রিকুয়েন্সি এর সমানুপাতিক। অর্থাৎ অল্টারনেটর এর ঘোরানোর গতি কম বেশি হলে উৎপাদিত ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সিও কম-বেশি হবে।


আমরা জানি যে আমাদের ব্যবহৃত সকল হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লায়েন্স এবং ট্রান্সমিশন-ডিস্ট্রিবিউশন লাইনের বিভিন্ন যন্ত্রপাতি গুলো একটি নির্দিষ্ট ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সিতে রেটেড থাকে। অর্থাৎ উৎপাদিত ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি কম-বেশি হলে আমাদের ব্যবহৃত বিভিন্ন অ্যাপ্লায়েন্স অকেজো হওয়া থেকে শুরু করে পাওয়ার সিস্টেম এর বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট সম্পূর্ন পাওয়ার সিস্টেম পর্যন্ত ডাউন হয়ে যেতে পারে।


উপরের আলোচনা থেকে দেখা যায় পাওয়ার সিস্টেমকে সঠিকভাবে সচল রাখতে ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি স্থির থাকা জরুরি। আবার ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি স্থির রাখতে অল্টারনেটর সিনক্রোনাস স্পিডে ঘোরানো জরুরি। সুতরাং সম্পূর্ন পাওয়ার সিস্টেমকে সঠিক ভাবে সচল রাখতে অল্টারনেটর সিনক্রোনাস স্পিডে ঘোরানো হয়।

avatar
অনেক অনেক ধন্যবাদ, এত বিস্তারিত ভাবে লেখার জন্য :D
+২
avatar
what a thought
+১

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
অল্টারনেটর/জেনারেটর এর রেটিং VA / kVA / MVA তে প্রকাশ করা হয় কেন?
জেনারেটর বা অল্টারনেটর এর রেটিং ওয়াট/কিলোওয়াট/মেগাওয়াট এ প্রকাশ না করে ভোল্ট-অ্যাম্পিয়ার / কিলো ভোল্ট-অ্যাম্পিয়ার/ মেগা ভোল্ট-অ্যাম্পিয়ার এগুলোতে প্রকাশ করার কারণ কি?
avatar
+২ টি ভোট
ইলেকট্রিসিটি জেনারেটরে লোড বাড়ালে জেনারেটর ঘুরাতে বেশি পাওয়ার লাগে কেন?
ইলেকট্রিসিটি জেনারেটরের আউটপুটে বেশি বেশি লোড সংযোগ করা হলে জেনারেটরের ঘূর্ণন গতি একই থাকে কিংবা আগের থেকে কমে যায়, কিন্তু তারপরেও যে মেশিন দিয়ে জেনারেটর ঘুরানো হচ্ছে সেই মেশিনকে জেনারেটর ঘুরাতে বেশি পাওয়ার ব্যবহার করতে হয়। উদাহরণ হিসেবে একটি ডিজেল ইঞ্জিন দিয়ে জেনারেটর ঘুরানো হলে জেনারেটরে লোড বাড়ার সাথে ডিজেল ইঞ্জিনের ডিজেল খরচ বেড়ে যায়। জেনারেটর তো আগের থেকে বেশি স্পিডে ঘুরানো লাগছে না, তাহলে পাওয়ার বেশি লাগছে কেন ঘুরাতে?
avatar
+৪ টি ভোট
সিসি ক্যামেরার ভিডিও কোয়ালিটি এত খারাপ হয় কেন?
সিসি ক্যামেরা এর ভিডিও কোয়ালিটি কেন খারাপ হয়? স্মার্টফোনের ক্যামেরাও তো এরচেয়ে অনেক ভালো কোয়ালিটির ভিডিও ধারন করে। 
avatar
+২ টি ভোট
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং নয় কেন?
এই প্রশ্নের উত্তরে উল্লেখ করা হয়েছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং নয় এবং একে সেলফ স্টার্টিং করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এখন আমি জানতে চাচ্ছি এর সেলফ স্টার্টিং না হবার পিছনে কারণ কি এবং ক্যাপাসিটর কিভাবে একে সেলফ স্টার্টিং তৈরি করে।
avatar
+৩ টি ভোট
আমরা বাসা-বাড়িতে দৈনন্দিন কাজে এসি বিদ্যুৎ এর পরিবর্তে ডিসি বিদ্যুৎ সাপ্লাই কেন ব্যবহার করি না?
যেমনটা আমরা জানি এসি বিদ্যুৎ ডিসির তুলনায় অনেক বেশি বিপদজনক। তাছাড়া আমরা এসিতে যেসব অ্যাপ্লায়েন্স ব্যবহার করি সেগুলোর সবগুলোর ডিসিতে চালানোর মত রিপ্লেসমেন্ট সম্ভব, আবার অনেক অ্যাপ্লায়েন্স বিশেষ করে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স গুলো এসি বিদ্যুৎ ডিসিতে রুপান্তর করার পর তবেই ব্যবহার করে। তাহলে আমরা বাসা বাড়িতে ডিসি পাওয়ার কেন ব্যবহার করি না?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...