রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 73 বার দেখা হয়েছে
অল্টারনেটর বা এসি জেনারেটর সবসময় একটি নির্দিষ্ট স্পিডে ঘোরানো হয়। এর পিছনে কারণ কি?
ট্যাগ পরিবির্তন করেছেন
+3 টি ভোট
(10 পয়েন্ট)
grate question sir for electrical student
+1

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

মূলত উৎপাদিত ইলেকট্রিসিটির ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি ফিক্সড রাখার জন্য অল্টারনেটর/এসি জেনারেটর সিনক্রোনাস/ফিক্সড স্পিডে ঘোরানো হয়। 


একটি অল্টারনেটর এর- 

P = পোল সংখ্যা

N= প্রতিটি পোলে কয়েল এর প্যাঁচ সংখ্যা,

Ns = ঘোরানোর স্পিড,

f = ফ্রিকুয়েন্সি,

Φm = প্রতিটি পোলের সর্বোচ্চ ম্যাগনেটিক ফ্লাক্স

E = উৎপাদিত ইএমএফ হলে,


আমরা জানি,

ফ্রিকুয়েন্সি,

$$ f= {PN_s \over 120} $$


ভোল্টেজ,

$$ E = 4.44×Φ_mfN $$


এখানে দেখা যাচ্ছে উৎপাদিত ইলেকট্রিসিটির ফ্রিকুয়েন্সি সরাসরি অল্টারনেটর এর ঘূর্ণন স্পিড এর সাথে সমানুপাতিক এবং উৎপাদিত ভোল্টেজ ফ্রিকুয়েন্সি এর সমানুপাতিক। অর্থাৎ অল্টারনেটর এর ঘোরানোর গতি কম বেশি হলে উৎপাদিত ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সিও কম-বেশি হবে।


আমরা জানি যে আমাদের ব্যবহৃত সকল হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লায়েন্স এবং ট্রান্সমিশন-ডিস্ট্রিবিউশন লাইনের বিভিন্ন যন্ত্রপাতি গুলো একটি নির্দিষ্ট ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সিতে রেটেড থাকে। অর্থাৎ উৎপাদিত ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি কম-বেশি হলে আমাদের ব্যবহৃত বিভিন্ন অ্যাপ্লায়েন্স অকেজো হওয়া থেকে শুরু করে পাওয়ার সিস্টেম এর বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট সম্পূর্ন পাওয়ার সিস্টেম পর্যন্ত ডাউন হয়ে যেতে পারে।


উপরের আলোচনা থেকে দেখা যায় পাওয়ার সিস্টেমকে সঠিকভাবে সচল রাখতে ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি স্থির থাকা জরুরি। আবার ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি স্থির রাখতে অল্টারনেটর সিনক্রোনাস স্পিডে ঘোরানো জরুরি। সুতরাং সম্পূর্ন পাওয়ার সিস্টেমকে সঠিক ভাবে সচল রাখতে অল্টারনেটর সিনক্রোনাস স্পিডে ঘোরানো হয়।

নির্বাচিত করেছেন
+3 টি ভোট
(1.1k পয়েন্ট)
অনেক অনেক ধন্যবাদ, এত বিস্তারিত ভাবে লেখার জন্য :D
+2
(10 পয়েন্ট)
what a thought
+1

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...