রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 79 বার দেখা হয়েছে
কোথাও ইন্টারনেট স্পিড এত মেগাবাইট কোথাও মেগাবাইট! এই বিট এবং বাইট কি ভিন্ন দুটি ইউনিট? ভিন্ন হলে এদের মধ্যে পার্থক্য কি?
+2 টি ভোট

1 টি উত্তর

(1.2k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

বিট এবং বাইট হলো কম্পিউটার এর ফাইল সাইজ এর একক। 


আর বিট হলো কম্পিউটার এর সবচেয়ে ক্ষুদ্রতম একক। আমরা জানি কম্পিউটার বাইনারি সিস্টেমে কাজ করে। যার মানে এটি শুধু 0 এবং 1 কে চিনতে পারে। এখানে, একটি বিট  এক সময়ে শুধু মাত্র সেই দুই ধরনের ভ্যালু ধারণ করতে পারে (0 অথবা 1)। আবার দুইটি বিট এক সময়ে চার ধরনের ভ্যালু ধারণ করতে পারে (00, 01, 10, 11)। একইভাবে n সংখ্যক বিট 2n সংখ্যক ভিন্ন ভ্যালু ধারণ করতে পারে।


বিট এর পরে সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো বাইট। ৮ বিট সমান ১ বাইট।

নির্বাচিত করেছেন
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...