রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 47 বার দেখা হয়েছে
বুর্জ খলিফা বিল্ডিং এ বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞাপন দেখানো হয় পুরো বিল্ডিং এর গায়ে। এটা কিভাবে দেখানো হয়?
+3 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
বুর্জ খলিফা বিল্ডিং এর গায়ে লাগানো 1.2 মিলিয়ন এর বেশি LED (এলইডি - লাইট ইমিটিং ডায়োড) লাইট ব্যবহার করে ভিডিও প্রজেকশন করা হয়। পুরো বুর্জ খলিফা বিল্ডিং এর গায়ে প্রায় 33 কিলোমিটার লম্বা RGBW ধরনের এলইডি স্ট্রিপ লাগানো রয়েছে। এই ধরনের এলইডি লাল, সবুজ, নীল এবং সাদা রঙ এর সমন্বয়ে যে কোনো রঙ তৈরি করতে পারে। এই এলইডি লাইটগুলো একত্রে একটি জায়ান্ট এলইডি স্ক্রিন এর মতো কাজ করে। প্রতিটি এলইডি লাইট স্ক্রিন এর একেকটি পিক্সেল এর মতো কাজ করে। সবগুলো এলইডি স্ট্রিপ প্রায় 10000 কানেক্টর ব্যবহার করে একটি কম্পিউটার এর সাথে সংযুক্ত। কম্পিউটার এর সাহায্যে সবগুলো এলইডি নিয়ন্ত্রন করে তাদের আলোর রঙ পরিবর্তন এর মাধ্যমে কোনো ভিডিও, অ্যানিমেশন, লাইট শো প্রদর্শন করা হয়।
নির্বাচিত করেছেন
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...