avatar
+৪ টি ভোট

অ্যানড্রয়েড ফোনের ডেভেলপার অপশন কি? কিভাবে এটি চালু করা যায়?

ডেভলপার অপশন চালু করার এমন একটা উপায় বলুন যেটা সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কার্যকর হবে।

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট
স্টক অ্যান্ড্রয়েড চালিত স্মারটফোন গুলোতে ডেভলপার অপশন এনাবল করার জন্য নিচের স্টেপ ফলো করুন।

প্রথমে ফোনের Settings থেকে About Phone এ গিয়ে Build Number অপশনটি খুঁজে বের করে সেটাতে সাত বার ট্যাপ করুন।
ট্যাপ করার পর ফোনের পিন দিন তাহলেই ডেভলপার অপশন অন হয়ে যাবে।
এনাবল করার পর Settings থেকো System Settings অথবা Settings থেকে Additional Settings এর মধ্যে ডেভলপার অপশন খুঁজে পাবেন।

বিঃদ্রঃ কিছু কিছু ফোনর ক্ষেত্রে Build Number অপশনটি About Phone>>Android Version এর মধ্যে থাকে। 

তবে সবচেয়ে সহজ উপায়, যেটা সকল ফোনের ক্ষেত্রে কাজ করবে আশাকরি। তা হলো; Settings থেকে সার্চ করতে হবে Build Number কিছু কিছু ফোনের জন্য Software version । সার্চ করার পরে সেখানে গিয়ে ৭ বার একটানা ক্লিক করুন। সিকিউরিটির জন্য যদি ফোন লক আসে তবে সেটাও দিয়ে দিন এবার ফিরে এসে Developer Option লিখে সার্চ করলেই ডেভেলপার অপশন পেয়ে যাবেন।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
ফোনের ডার্ক মোড অথবা নাইট মোড সবসময় চালু রাখলে কি ফোনের কোনো সমস্যা হবে?
আমি যদি সবসময় ফোন ডার্ক মোডে ব্যবহার করি তাহলে ফোনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে?
avatar
+৪ টি ভোট
অ্যানড্রয়েড ফোনে ক্রোম এক্সটেনশন ব্যবহার করবো কিভাবে?
কম্পিউটার এর ক্রোম ব্রাউজারে বিভিন্ন রকমের এক্সটেনশন ব্যবহার করা যায়। ওগুলো অ্যানড্রয়েড এর ক্রোম'এ ব্যবহার করা যায় না কেন? অ্যানড্রয়েড'এ কিভাবে ব্যবহার করবো?
avatar
+৪ টি ভোট
কোন ফোনের ক্যামেরা ভালো সেটা কিভাবে বুঝবো?
স্মার্টফোন কিনতে গেলে একেক ফোনের একেক রকমের ক্যামেরা। এগুলোর কোন ফোনে একটি ক্যামেরা, আবার কোন ফোনে দুইটি অথবা তিনটি ক্যামেরা। এখন আমি কিভাবে বুঝব এই ফোনের ক্যামেরাটি ভালো?
avatar
+২ টি ভোট
পুরাতন স্মার্টফোন কেনার সময় কি কি চেক করা উচিত?
আমি পুরাতন ফোন কিনতে চাচ্ছি। এক্ষেত্রে পুরাতন ফোন কেনার আগে ক কি চেক করে নেওয়া উচিত আমার।
avatar
+৪ টি ভোট
স্মার্টফোন দিয়ে DSLR মোডে ফটো তুলবো কিভাবে?
আজকাল DSLR ক্যামেরা ছাড়াই হাতে থাকা স্মার্টফোন দিয়েই DSLR এর মত (ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে) ফটো তোলা যায়। তো, স্মার্টফোন দিয়ে এইরকম ফটো তুলবো কিভাবে?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...