স্টক অ্যান্ড্রয়েড চালিত স্মারটফোন গুলোতে ডেভলপার অপশন এনাবল করার জন্য নিচের স্টেপ ফলো করুন।
প্রথমে ফোনের Settings থেকে About Phone এ গিয়ে Build Number অপশনটি খুঁজে বের করে সেটাতে সাত বার ট্যাপ করুন।
ট্যাপ করার পর ফোনের পিন দিন তাহলেই ডেভলপার অপশন অন হয়ে যাবে।
এনাবল করার পর Settings থেকো System Settings অথবা Settings থেকে Additional Settings এর মধ্যে ডেভলপার অপশন খুঁজে পাবেন।
বিঃদ্রঃ কিছু কিছু ফোনর ক্ষেত্রে Build Number অপশনটি About Phone>>Android Version এর মধ্যে থাকে।
তবে সবচেয়ে সহজ উপায়, যেটা সকল ফোনের ক্ষেত্রে কাজ করবে আশাকরি। তা হলো; Settings থেকে সার্চ করতে হবে Build Number কিছু কিছু ফোনের জন্য Software version । সার্চ করার পরে সেখানে গিয়ে ৭ বার একটানা ক্লিক করুন। সিকিউরিটির জন্য যদি ফোন লক আসে তবে সেটাও দিয়ে দিন এবার ফিরে এসে Developer Option লিখে সার্চ করলেই ডেভেলপার অপশন পেয়ে যাবেন।