avatar
+৪ টি ভোট

এলসিডি (LCD) স্ক্রিন কিভাবে কাজ করে?

আমরা স্মার্টফোন, কম্পিউটার, স্মার্টওয়াচ, ট্যাবলেট বা অন্যান্য ডিজিটাল ডিভাইজ গুলোতে যে এলসিডি স্ক্রিন ব্যবহার করি সেগুলো কিভাবে কাজ করে?

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট
এলসিডি স্ক্রিন এমন এক ধরেনের ডিসপ্লে যা ছবি তৈরি করতে লিকুইড ক্রিস্টাল ব্যবহার করে। লিকুইড ক্রিস্টাল এমন একধরনের পদার্থ যার মধ্যে কঠিন এবং তরল উভয় ধরনের পদার্থের বৈশিষ্ট্য থাকে। এলসিডি স্ক্রিন এ দুটি পোলারাইজিং ফিল্টার এর মাঝে লিকুইড ক্রিস্টাল পদার্থ স্যান্ডুইচ করা হয়। পোলারাইজিং ফিল্টারদুটির পোলারাইজিং কোন একে অপরের সাথে 90° ব্যবধানে স্থাপন করা হয়। যেহেতু ক্রিস্টাল গুলো নিজে থেকে কোনো আলো উৎপাদন করে না তাই এদের আলোকিত করার জন্য স্ক্রিন এর পিছনের দিকে এলইডি লাইট স্থাপন করা হয়।

সাধারণ অবস্থায় ক্রিস্টাল গুলি স্ক্রিন এর পিছনের দিকের ফিল্টার এর পোলারাইজিং কোন অনুযায়ী অবস্থান করে। এ অবস্থায় কোনো আলো সামনের ফিল্টার ভেদ করে যেতে পারে না, ফলে পিক্সেল কালো দেখায়। যখন কোনো পিক্সেল এ ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন সেই পিক্সেল এর ক্রিস্টাল নির্দিষ্ট কোণে ঘুরে যায় ফলে ক্রিস্টাল পিছনের ফিল্টার পোলারাইজিং কোন অনুযায়ী অবস্থান না করায় এলইডি এর আলো সামনের ফিল্টার ভেদ করতে পারে এবং এই অবস্থায় ডিসপ্লে এর পিক্সেল সাদা দেখায়। ক্রিস্টাল এ প্রয়োগকৃত ভোল্টেজ এটা নির্ধারণ করে যে ক্রিস্টাল কতটুকু ঘুরবে এবং কতটুকু আলো ভেদ করে আসতে পারবে অর্থাৎ পিক্সেল কতুকু উজ্জ্বল হবে।

অনেকগুলো পিক্সেল এ বিভিন্ন আলোর সমন্বয়ে ডিসপ্লে একটি ছবি তৈরি করে। প্রতিটি পিক্সেল তিনটি সাব পিক্সেল এ বিভক্ত থাকে, এগুলো হলো একটি লাল, একটি সবুজ এবং একটি নীল। প্রয়োগকৃত ভোল্টেজ দ্বারা প্রতিটি সাব পিক্সেল এর উজ্জল্যতা নিয়ন্ত্রন করা হয়। তিনটি সাব পিক্সেল এর বিভিন্ন উজ্জল্যতার সমন্বয়ে সম্পূর্ন পিক্সেল বিভিন্ন রঙ তৈরি করে। এভাবে সবগুলো পিক্সেল এর উজ্জ্বলতা এবং রঙ নিয়ন্ত্রন এর মাধ্যমে একটি এলসিডি স্ক্রিন যে কোন ছবি দেখাতে পারে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
জিপিএস কিভাবে কাজ করে?
জিপিএস এর পূর্ণরূপ কি? আমাদের সাধারণ স্মার্টফোন তো স্যাটেলাইটের সাথে যোগাযোগ করতে পারে না, তাহলে জিপিএস স্যাটেলাইট থেকে কিভাবে নিজের অবস্থান সম্পর্কে তথ্য পায়? সবকিছু বিস্তারিত জানতে চাই।
avatar
+৩ টি ভোট
অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে কিভাবে কাজ করে?
অ্যামোলেড ডিসপ্লে কিভাবে কাজ করে? অ্যামোলেড ডিসপ্লে এলসিডি এর তুলনায় কম পাওয়ার কনজিউম করে কিভাবে?
avatar
+৪ টি ভোট
টাচ স্ক্রীন কিভাবে কাজ করে?
আমাদের স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এসব ডিভাইসে যে টাচ স্ক্রীন থাকে সেটা কিভাবে কাজ করে, কিভাবে ডিটেক্ট করে যে আমরা কোথায় টাচ করতেছি!
avatar
+৩ টি ভোট
গাড়ির এয়ারব্যাগ কিভাবে কাজ করে?
গাড়ির কোনধরনের সংঘর্ষ ঘটলে সেফটি এয়ারব্যাগ ওপেন হয়ে যায়। এই এয়ারব্যাগ কিভাবে কাজ করে? ইনস্ট্যান্টলি এত বাতাস কোথা থেকে আসে?
avatar
+৩ টি ভোট
ই-সিম কি? ই-সিম কিভাবে কাজ করে?
ই-সিম কি? ই-সিম কিভাবে কাজ করে? কিভাবে ই-সিম ব্যবহার করবো?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...