ইউটিউবে ওয়াচ টুগেদার হল একটি প্রিমিয়াম ফিচার। যার মানে হলো এটি ব্যাবহার করার জন্য অবশ্যই ইউটিউব প্রিমিয়াম কেন থাকতে হবে।
তবে ইউটিউব ওয়াচ টুগেদার প্রিমিয়াম হলেও কিছু উপায়ে আপনি আপনার বন্ধুর সাথে একসাথে ওয়াচ টুগেদার এর ফিচার এর মজা নিতে পারেন।
কিছু ওয়েবসাইট এবং সফটওয়্যার ব্যাবহার করে ওয়াচ টুগেদার ব্যাবহার করতে পারেন। আমি এখানে একটি ওয়বসাইট সম্পর্কে বলবো যার নাম হলো Watch2Gether (w2g.tv)।
ওয়েবসাইটে প্রবেশ করে Create Room বাটনে ক্লিক করুন। একটি রুম তৈরি হয়ে যাবে নিচের মত করে।
এবার এখন থেকে Temporary Room এর পাশে দেখুন একটি পারসন আইকন, যেটাতে ক্লিক করে রুম এর লিঙ্ক টি কপি করে আপনার ফ্রেন্ড কে পাঠাতে পারবেন।
আপনার ফ্রেন্ড যখন রুমে জয়েন করবে তখন আপনি যে ভিডিওটি তার সাথে দেখতে চান সেটার লিংক টা সেন্ড করুন। এবং তারপরে লিংক এর পাশে একটি প্লে ▶️ আইকন আসবে যেটাতে ক্লিক করার মাধ্যমে ভিডিও চালু হবে।