রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 30 বার দেখা হয়েছে
ওয়াচ টুগেদার মোড ব্যাবহার করে কল চলাকালীন সময় কারো সাথে একসাথে মিলে ভিডিও দেখতে পারি। কিন্তু ইউটিউবে আমি এরকম কোন সিস্টেম পেলাম না। ইউটিউব এর জন্য কোন উপায় আছে কি?
+4 টি ভোট

1 টি উত্তর

(403 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

ইউটিউবে ওয়াচ টুগেদার হল একটি প্রিমিয়াম ফিচার। যার মানে হলো এটি ব্যাবহার করার জন্য অবশ্যই ইউটিউব প্রিমিয়াম কেন থাকতে হবে। 

তবে ইউটিউব ওয়াচ টুগেদার প্রিমিয়াম হলেও কিছু উপায়ে আপনি আপনার বন্ধুর সাথে একসাথে ওয়াচ টুগেদার এর ফিচার এর মজা নিতে পারেন। 

কিছু ওয়েবসাইট এবং সফটওয়্যার ব্যাবহার করে ওয়াচ টুগেদার ব্যাবহার করতে পারেন। আমি এখানে একটি ওয়বসাইট সম্পর্কে বলবো যার নাম হলো Watch2Gether (w2g.tv)। 

ওয়েবসাইটে প্রবেশ করে Create Room বাটনে ক্লিক করুন। একটি রুম তৈরি হয়ে যাবে নিচের মত করে। 
image
এবার এখন থেকে Temporary Room এর পাশে দেখুন একটি পারসন আইকন, যেটাতে ক্লিক করে রুম এর লিঙ্ক টি কপি করে আপনার ফ্রেন্ড কে পাঠাতে পারবেন।

আপনার ফ্রেন্ড যখন রুমে জয়েন করবে তখন আপনি যে ভিডিওটি তার সাথে দেখতে চান সেটার লিংক টা সেন্ড করুন। এবং তারপরে লিংক এর পাশে একটি প্লে ▶️ আইকন আসবে যেটাতে ক্লিক করার মাধ্যমে ভিডিও চালু হবে।

নির্বাচিত করেছেন
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...