রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 59 বার দেখা হয়েছে
অ্যামোলেড ডিসপ্লে কিভাবে কাজ করে? অ্যামোলেড ডিসপ্লে এলসিডি এর তুলনায় কম পাওয়ার কনজিউম করে কিভাবে?
+3 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
অ্যামোলেড (AMOLED) এর পূর্ণরূপ হলো অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। এটি এমন একধরনের ডিসপ্লে টেকনোলজি যা আলো নির্গত করতে জৈব পদার্থ ব্যবহার করে। এতে জৈব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে আলো নির্গত করে।

অ্যামোলেড ডিসপ্লেতে প্রতিটি পিক্সেল ছোট জৈব পদার্থ তৈরি যা সক্রিয় হলে আলো উৎপাদন করে। জৈব পদার্থ গুলো দুটি পরিবাহী পদার্থের স্তরের মাঝে স্যান্ডুইচ করা হয়। এর নিচের স্তরটি সাধারণত একটি পাতলা ফ্লিম ট্রানজিস্টর অ্যারে দিয়ে তৈরি হয়ে থাকে। এই ফ্লিম প্রতিটি পিক্সেল এ বিদ্যুতিক প্রবাহ নিয়ন্ত্রন করে।

যখন একটি নির্দিষ্ট পিক্সেল এ বিদ্যুতিক সংকেত পাঠানো হয় তখন TFT সক্রিয় হয় এবং সেই পিক্সেল এর মধ্য দিয়ে অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, এতে জৈব পদার্থ আলো নির্গত করে যা আমরা ডিসপ্লেতে দেখতে পাই। অ্যামোলেড ডিসপ্লে এর কালার অ্যাকুরেসি অনেক ভালো হওয়ায় এতে ছবি অনেক প্রাণবন্ত দেখায়।

অ্যামোলেড ডিসপ্লে এর প্রতিটি পিক্সেল তার উজ্জ্বলতা অনুযায়ী পাওয়ার কনজিউম করে এবং পিক্সেল কালো অবস্থায় পিক্সেল সম্পূর্ন বন্ধ থাকে, ফলে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহারে ব্যাটারি লাইফ অনেক ভালো পাওয়া যায়।
নির্বাচিত করেছেন
+3 টি ভোট
(1.2k পয়েন্ট)
অ্যামোলেড ডিসপ্লে প্রথম কবে দেখা যায়?
+1
(1.5k পয়েন্ট)
অ্যামোলেড ডিসপ্লে প্রথম ডেভলপ করা হয়েছিল 2006 সালে, এই টেকনোলজি ডেভলপ এর পিছনে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছিল স্যামসাং
0

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...