কোনো ফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকে আবার কিছু ফোনে ওলেড ডিসপ্লে থাকে, এদের মধ্যে পার্থক্য কি? এর এদের মধ্যে কোনটি ভালো?
অ্যামোলেড এবং ওলেড এরা উভয়ই মূলত ওলেড স্ক্রিন। এদের মূল কার্যপদ্ধতি একই। এরা উভয়ই জৈব পদার্থ ব্যবহার করে আলো উৎপাদন করে। এক্ষেত্রে এই জৈব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এই পদার্থ থেকে আলো নিসরিত হয় যা নিয়ন্ত্রণের মাধ্যমে স্ক্রিনে ছবি দেখানো হয়।
অ্যামোলেড ডিসপ্লেকে ওলেড থেকে যে জিনিসটা ভিন্ন তৈরি করে তা হলো এর মধ্যে থাকা পাতলা ফিল্ম ট্রানজিস্টর (TFT) অ্যারে, যা প্রতিটি পিক্সেল এর বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রন করে। যার ফলে অ্যামোলেড ডিসপ্লে থেকে ওলেড এর তুলনায় উচ্চতর কনট্রাস্ট, উচ্চতর রিফ্রেশ রেট, এবং কম পাওয়ার খরচ এর মত সুবিধা পাওয়া যায়।
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য