রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 33 বার দেখা হয়েছে
আমার ফোন এর ওয়ালপেপার স্টোরেজ থেকে ডিলেট হয়ে গেছে কিন্তু এখনো ফোনে ওয়ালপেপার হিসেবে সেট করা আছে, এই ওয়ালপেপার উদ্ধার করবো কিভাবে?
+4 টি ভোট

1 টি উত্তর

(403 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

ফোন এর বর্তমান ওয়ালপেপার ডিলেট হয়ে গেলে সেটা অ্যান্ড্রয়েড থেকে উদ্ধার করা যায়। নিচে আমি দুইটি মেথড দিচ্ছি যেগুলো ব্যাবহার করে আপনি ওয়ালপেপার এক্সপোর্ট করতে পারবেন।


রুট (Root) 

আপনার ফোন যদি রুট করা থাকে তবে অতি সহজেই আপনি আপনার বর্তমান ওয়ালপেপার টি বের করে নিতে পারবেন। এজন্য যেকোন রুট এক্সপ্লোরার থেকে যেতে হবে /data/system/users/0 এই রুট ডিরেক্টরিতে। 

image

এখানে দেখুন wallpaper নামে একটি ফাইল। এটাই হলো আপনার বর্তমান ওয়ালপেপার। এখন এখান থেকে এটা কপি করে রিনেইম করে নি। 
বিঃদ্রঃ এটা রুট মেথড, নরমাল ইউজার এর ক্ষেত্রে কাজ করবে নাহ, আবার অ্যানড্রয়েড এর ভার্সন ভেদে ওয়ালপেপার এর ডিরেক্টরি আলাদা হতে পারে। 

নরমাল

কিছু থার্ড পার্টি অ্যাপ আছে যেগুলোর সাহায্যে ফোনে থাকা বর্তমান ওয়ালপেপার এক্সপোর্ট করা যায়। যার মধ্যে একটা হলো Get Current Wallpaper এই অ্যাপ। এই অ্যাপটি মূলত ওল্ড ভার্সনের ফোনের জন্য তৈরি করা তাই লেটেস্ট ফোন গুলতে প্লে স্টোর ইন্সটল করতে দিচ্ছে নাহ। এক্ষেত্রে গুগল সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। 

অ্যাপটি ওপেন করার পরে Retrive Wallpaper এই লেখায় ক্লিক করতে হবে।

image

এবার এই অ্যাপটি আপনার ফোনের বর্তমান ওয়ালপেপার টি বের করে দেবে। এরপরে আপনাকে নিচের শেয়ার বাটনে ক্লিক করতে হবে। 

image

শেয়ার বাটনে ক্লিক করলেই হবে। শেয়ার করার দরকার নাই, তাহলেই এটি আপনার স্টোরেজে সেইভ হয়ে যাবে /Pictures/Get Current Wallpaper এই ডিরেক্টরিতে।
নির্বাচিত করেছেন
+3 টি ভোট
(1.5k পয়েন্ট)
মনে রাখলাম, নেক্সট টাইম আর পছন্দের ওয়ালপেপার হারাবেনা আশা করি
+2

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...