শুক্র গ্রহ (ভেনাস Venus) হলো হলো সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ।
দুরত্বের দিক থেকে সুর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, সেই হিসেবে বুধ সবচেয়ে বেশি গরম গ্রহ হওয়ার কথা রাইট, কিন্তু সেটা না হয়ে শুক্র গ্রহের সবচেয়ে উত্তপ্ত হওয়ার কারন কি? এর অন্যতম কারন হলো শুক্র গ্রহের ঘন বায়ুমন্ডল। শুক্র গ্রহের বায়ুমন্ডলের ৯৬% ই শুধু কার্বন ডাই-অক্সাইড। কার্বন ডাই-অক্সাইড হলো একটি গ্রিন হাউস গ্যাস। ফল স্বরুপ, শুক্রের অ্যাটমোস্ফিয়ার থেকে কোন তাপ বের হতে পারে নাহ।
শুক্র গ্রহের সার্ফেস তাপমাত্রা প্রায় ৯০০ ডিগ্রি ফারেনহাইট যা সেলসিয়াসে ৪৭৫ ডিগ্রি। এই পরিমান তাপমাত্রা সীসা কে গলিয়ে দিতে সক্ষম। শুক্র গ্রহ বুধ এর থেকেও বেশি উত্তপ্ত। কারন, বুধ এর অ্যাটমোস্ফিয়ার খুবই পাতলা যা কিনা তুলনা মূলক ভাবে খুব বেশি পরিমানে তাপ ধরে রাখতে পারেনা।
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৬ জন সদস্য
Nobody yet this month.