avatar
+৫ টি ভোট

আমাদের সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি এবং কেন?

আমাদের সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি এবং কি কারনে উক্ত গ্রহ সবচেয়ে বেশি উত্তপ্ত?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

শুক্র গ্রহ (ভেনাস Venus) হলো হলো সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ।


দুরত্বের দিক থেকে সুর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, সেই হিসেবে বুধ সবচেয়ে বেশি গরম গ্রহ হওয়ার কথা রাইট, কিন্তু সেটা না হয়ে শুক্র গ্রহের সবচেয়ে উত্তপ্ত হওয়ার কারন কি? এর অন্যতম কারন হলো শুক্র গ্রহের ঘন বায়ুমন্ডল। শুক্র গ্রহের বায়ুমন্ডলের ৯৬% ই শুধু কার্বন ডাই-অক্সাইড। কার্বন ডাই-অক্সাইড হলো একটি গ্রিন হাউস গ্যাস। ফল স্বরুপ, শুক্রের অ্যাটমোস্ফিয়ার থেকে কোন তাপ বের হতে পারে নাহ।


শুক্র গ্রহের সার্ফেস তাপমাত্রা প্রায় ৯০০ ডিগ্রি ফারেনহাইট যা সেলসিয়াসে ৪৭৫ ডিগ্রি। এই পরিমান তাপমাত্রা সীসা কে গলিয়ে দিতে সক্ষম। শুক্র গ্রহ বুধ এর থেকেও বেশি উত্তপ্ত। কারন, বুধ এর অ্যাটমোস্ফিয়ার খুবই পাতলা যা কিনা তুলনা মূলক ভাবে খুব বেশি পরিমানে তাপ ধরে রাখতে পারেনা। 

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
প্লুটোকে গ্রহ হিসেবে ধরা হয়না কেন?
ছোটবেলায় বইয়ের মধ্যে প্লুটো সহ মোট ৯ টা গ্রহ পড়তাম। কিন্তু এখন প্লুটোকে বাদ দিয়ে ৮ টা গ্রহ। প্লুটোকে গ্রহের লিস্ট থেকে বাদ দেওয়ার কারণ কি?
avatar
+৫ টি ভোট
দিন ও রাতের তাপমাত্রার সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় সৌরজগতের কোন গ্রহে?
দিন ও রাতের তাপমাত্রার সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় সৌরজগতের কোন গ্রহে? এন এই পার্থক্যের তৈরি হয়?
avatar
+৩ টি ভোট
মানুষের সবচেয়ে দূরে পাঠানো স্পেসক্রাফট কোনটি?
মানুষ এ পর্যন্ত সবচেয়ে দূরে পাঠিয়েছে কোন স্পেসক্রাফট, স্পেসক্রাফট এখন পর্যন্ত কত দূরে গেছে?
avatar
+৩ টি ভোট
স্পেসে থাকা বেশিরভাগ অবজেক্ট যেমন তারকা, গ্রহ, উপগ্রহ এগুলো গোলাকার হয় কেন?
স্পেসে থাকা বেশিরভাগ অবজেক্ট যেমন তারকা, গ্রহ, উপগ্রহ এমনকি কিছু গ্রহাণু ও গোলাকার হয়। এর পিছনে কারণ কি?
avatar
+৩ টি ভোট
জুপিটার বা বৃহস্পতি গ্রহকে ফেইল্ড স্টার বলা হয় কেন?
বৃহস্পতি গ্রহকে ফেইলড স্টার বা ব্যর্থ তারকা হিসেবে আক্ষায়িত করার কারণ কি?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৬ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

    Nobody yet this month.

    সাম্প্রতিক ব্যাজ সমুহ

    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    abunaser ১৭ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    ...