রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 71 বার দেখা হয়েছে
দিন ও রাতের তাপমাত্রার সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় সৌরজগতের কোন গ্রহে? এন এই পার্থক্যের তৈরি হয়?
+5 টি ভোট

1 টি উত্তর

(403 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

বুধ গ্রহে দিন এবং রাতের তাপমাত্রা এর ব্যবধান সবচেয়ে বেশি।


বুধ গ্রহে গ্রীষ্মকালীন সময়ে থাক গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে থাকাকালীন সময়ে এর দিনের তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৪৬৫ ডিগ্রি সেলসিয়াস অথবা  ৮৭০ ডিগ্রি ফারেনহাইট। অন্যদিকে রাতের বেলা তাপমাত্রা -১৮৪ ডিগ্রি সেলসিয়াস অথবা -৩৬৩ ডিগ্রি ফারেনহাইট এ নেমে যায়। 

এরকম তাপমাত্রার পার্থকের অন্যতম কারণ হলো বুধ গ্রহে অ্যাটমোস্ফিয়ার বা বায়ুমণ্ডল অনেক পাতলা যা তাপমাত্রা ধরে রাখতে পারে না।

বুধ গ্রহ তার নিজ অক্ষে অনেক কম গতিতে ঘুরে। বুধ গ্রহের একটা সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হতে সময় লাগে পৃথিবীর ৫৯ দিন। অথচ এই গ্রহটি সূর্যেরই চারপাশে ঘুরে পৃথিবীর ৮৮ দিনের সময়ে। যেহেতু বুধ গ্রহ নিজ অক্ষে ধীরে ধীরে ঘুরে সেক্ষেত্রে বলা যায় তাপমাত্রার পার্থক্যের এটাও একটি কারণ হতে পারে।
নির্বাচিত করেছেন
+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...