avatar
+৩ টি ভোট

ইন্ডাকশন কুকার/হিটার এ বেশিরভাগ স্টিল/লোহার পাতিল ব্যবহার করা হয় কেন?

ইন্ডাকশন কুকার/হিটার এ বেশিরভাগ স্টিল/লোহার পাতিল ব্যবহার করা হয় কেন? এর পিছনে মূল কারণ কি?

1 টি উত্তর

avatar
+২ টি ভোট
ইন্ডাকশন কুকারে স্টিল/লোহার পাতিল ব্যবহারের মূল কারণ এর ফেরোম্যাগনেটিক (এমন পদার্থ যেগুলো স্থায়ী চুম্বকে রূপান্তরিত করা যায় ভালো কারেন্ট পরিবহন করতে পারে) বৈশিষ্ট্য।

ইন্ডাকশন কুকারের কয়েল একটি ঘূর্ণমান চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই চুম্বক ক্ষেত্রে কোনো পরিবাহী পদার্থের তৈরি পাতিল রাখলে সেই পাতিলের মধ্যে এডি কারেন্ট উৎপন্ন হয়। উৎপন্ন এডি কারেন্ট লোহার রেজিস্টান্স এর ফলে এডি কারেন্ট বাধা পেয়ে তাপ শক্তিকে রূপান্তরিত হয়। তাছাড়া লোহা ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের প্রতি অনেক রেসপন্সিভ হওয়ায় আরো ভালোভাবে কাজ করে। তাই মূলত ইন্ডাকশন কুকিং এর ক্ষেত্রে লোহার পাতিল অনেক ভালো চয়েস।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
ট্রান্সফরমারে সলিড লোহার কোরের পরিবর্তে অনেকগুলো পাতলা সিট ব্যবহার করা হয় কেন?
image

দেখা যায় ছোট বড় সব ধরনের ট্রান্সফরমারে সলিড আয়রন কোরের পরিবর্তে অনেকগুলো পাতলা লোহার সিট একত্রে ব্যবহার করা হয়। এর পিছনে কারণ কি?

avatar
+৩ টি ভোট
ইন্ডাকশন কুকারের উপর অ্যালুমিনিয়াম কনটেইনার রাখলে তা সরে যায় কেন?

ইউটিউবে একটা ভিডিও দেখলাম যেখানে ইন্ডাকশন কুকার এর উপর একটি অ্যালুমিনিয়াম কনটেইনার রেখে ইন্ডাকশন চালু করলে কনটেইনার ইন্ডাকশন থেকে সরে যায়। এর পিছনে কারণ কি? নিচে ভিডিও এম্বেড করে দিলাম।


avatar
+৪ টি ভোট
অনেক ডিসি মোটরের স্থায়ী চুম্বকের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় কেন?
অনেক ডিসি মোটরে ম্যাগনেটিক ফিল্ড তৈরির জন্য পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয় আবার অনেক মোটরে ফিল্ড কয়েল অর্থাৎ ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়। ইলেকট্রোম্যাগনেট এর পরিবর্তে পার্মানেন্ট ম্যাগনেট ব্যাবহার করলে পাওয়ার সেভ হয়, তারপরও কিছু কিছু মোটর এ ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয় কেন?
avatar
+৩ টি ভোট
ইঞ্জিনের পাওয়ার / ক্ষমতা হর্স পাওয়ার (Hp) এ প্রকাশ করা হয় কেন?
আমরা জানি পাওয়ার বা ক্ষমতার এসআই একক ওয়াট, তাহলে বেশিরভাগ সময় ইঞ্জিনের একক হর্স পাওয়ার এ প্রকাশ করা হয় কেন। আর হর্স পাওয়ার বলতেই কি বোঝানো হচ্ছে?
avatar
+৩ টি ভোট
মেট্রো রেলে কোন ধরনের মোটর ব্যবহার করা হয়?
মেট্রো রেলে কি ধরনের মোটর ব্যবহার করা হয়। আর মোটর কি শুধু একটি নাকি একাধি মোটর থাকে?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...