স্পেস এ থাকা গ্রহ, উপগ্রহ, নক্ষত্র কিংবা আলাদা সকল অবজেক্ট গোলাকার কিংবা থ্রি স্ফেরিক্যাল হওয়ার অন্যতম কারণ হল গ্রাভিটি।
গ্রাভিটি একটি গ্রহে থাকা প্রত্যেকটা জিনিসকে কেন্দ্রের দিকে টানে। এর কারনে মহাকাশে থাকা যেসব বস্তুর যথেষ্ট পরিমাণ গ্রাভিটি আছে সেগুলোর মাস সবদিকে যথাসম্ভব সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। এভাবেই মূলত মহাকাশে থাকা বেশিরভাগ বস্তু গোলাকার হয়।