avatar
+৪ টি ভোট

রোমিং বলতে কি বোঝায়?

অ্যান্ড্রয়েড ফোনের সিম সেটিংসে সহ বিভিন্ন জায়গায় রোমিং শব্দটি দেখতে পাই। এই রোমিং বলতে কি বোঝায়?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

রোমিং হলো এক ধরনের সেবা যার মাধ্যমে একটি দেশের সিম কার্ড আরেকটি দেশে চালানো সম্ভব হয়। 


যেমন, ধরুন আপনি দেশের বাইরে কোথাও বেড়াতে গেলেন। এক্ষেত্রে রোমিং সেবার মাধ্যমে আপনার সিম কার্ডটি সেই দেশেও চালানো সম্ভব হবে যদিও সেই দেশে আপনার সিম অপারেটর টি নাও থাকে।

রোমিং সেবা নিতে হলে নিজ অপারেটর এর মাধ্যমে সাবস্ক্রাইব করতে হবে। রোমিং এর চার্জ অনেক বেশি। সেক্ষেত্রে চার্জ এড়াতে রোমিং এ ডেটা ব্যাবহার বন্ধ করতে হবে। রোমিং ডেটা বন্ধ করা যাবে ফোনের সিম সেটিংস থেকে "Roaming" অপশন টি বন্ধ করার মাধ্যমে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
সিম কার্ড দীর্ঘদিন ধরে বন্ধ রাখলে কি কোন সমস্যা হবে?
আমার অনেক গুলো সিম কার্ড আছে, সবগুলো ব্যবহার করা হয় না। এখন কিছু কিছু সিম দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখলে কি কোন সমস্যা হবে?
avatar
+৩ টি ভোট
ই-সিম কি? ই-সিম কিভাবে কাজ করে?
ই-সিম কি? ই-সিম কিভাবে কাজ করে? কিভাবে ই-সিম ব্যবহার করবো?
avatar
+৩ টি ভোট
এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায়?
বিভিন্ন মেসেজিং অ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন উল্লেখ করা থাকে, এই এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায় এবং এর কাজ কি?
avatar
+৩ টি ভোট
বেটা সফটওয়্যার (Beta Software) বলতে কি বোঝায়?
অনেক সফটওয়্যার এর বেটা ভার্সন দেখা যায়। এই বেটা ভার্সন এর কাজ কি?
avatar
+৩ টি ভোট
ওপেন সোর্স বলতে কি বোঝায়?
ওপেন সোর্স কি? বিভিন্ন সফটওয়্যার এ দেখা যায় ওপেন সোর্স এই লেখাটি? ওপেন সোর্স দেওয়ার কারণ কি? ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার এর কি কোন সুবিধা আছে? কেন ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করবো?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...