রোমিং হলো এক ধরনের সেবা যার মাধ্যমে একটি দেশের সিম কার্ড আরেকটি দেশে চালানো সম্ভব হয়।
যেমন, ধরুন আপনি দেশের বাইরে কোথাও বেড়াতে গেলেন। এক্ষেত্রে রোমিং সেবার মাধ্যমে আপনার সিম কার্ডটি সেই দেশেও চালানো সম্ভব হবে যদিও সেই দেশে আপনার সিম অপারেটর টি নাও থাকে।
রোমিং সেবা নিতে হলে নিজ অপারেটর এর মাধ্যমে সাবস্ক্রাইব করতে হবে। রোমিং এর চার্জ অনেক বেশি। সেক্ষেত্রে চার্জ এড়াতে রোমিং এ ডেটা ব্যাবহার বন্ধ করতে হবে। রোমিং ডেটা বন্ধ করা যাবে ফোনের সিম সেটিংস থেকে "Roaming" অপশন টি বন্ধ করার মাধ্যমে।