রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 34 বার দেখা হয়েছে
ছোটবেলায় বইয়ের মধ্যে প্লুটো সহ মোট ৯ টা গ্রহ পড়তাম। কিন্তু এখন প্লুটোকে বাদ দিয়ে ৮ টা গ্রহ। প্লুটোকে গ্রহের লিস্ট থেকে বাদ দেওয়ার কারণ কি?
ট্যাগ পরিবির্তন করেছেন
+3 টি ভোট

1 টি উত্তর

(46 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
প্লুটো সূর্যকে আবর্তনকালে অন্য একটি গ্রহের কক্ষপথে ঢুকে যাওয়ায় প্লুটোকে একটি পূর্ন গ্রহ হিসেবে সংজ্ঞায়িত করা যায়না।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (IAU) একটি পূর্ন গ্রহ সংজ্ঞায়িত করার জন্য তিনটি মানদণ্ড প্রদান করেছে। সেই মানদণ্ড গুলো হলো:
  1. একে সূর্যের চারপাশে ঘুরতে হবে।
  2. একে যথেষ্ট পরিমান ভারী হতে হবে যেন নিজের মাধ্যাকর্ষণের টানে এটি গোলাকার ধারন করতে পারে।
  3. এর কক্ষপথটি অন্যান্য গ্রহের কক্ষপথ হতে পৃথক হতে হবে। যদি দুটি বস্তুর কক্ষপথ পৃথক না হয় বা একটির কক্ষপথ অপরটির ভেতর ঢুকে পড়ে তাহলে কক্ষপথটি অপেক্ষাকৃত বেশী ভরের বস্তুটির বলে গণ্য হবে।

প্রথম শর্তটি প্লুটো নিঃসন্দেহে পূরণ করেছে। এটি সূর্যের দিকে প্রদক্ষিণ করছে। দ্বিতীয় শর্তওটিও এটি মেনে চলে। কিন্তু তৃতীয় শর্তটি পূরণ করেনা, কেননা এটি সূর্যের চারপাশে আবর্তনকালে নেপচুনের কক্ষপথে ঢুকে পড়ে, এই অবস্থায় সূর্য থেকে প্লুটোর দুরত্ব সূর্য থেকে নেপচুনের দূরত্বের তুলনায় কম থাকে। আর যেহেতু নেপচুনের তুলনায়  প্লুটোর ভর কম তাই কক্ষপথটি নেপচুনের বলে বিবেচিত হয় এবং এখানে নেপচুন গ্রহ হিসেবে বিবেচিত হয়।

তাই প্লুটো পূর্ন গ্রহের সবগুলো শর্ত পূরণ না করায় ২০০৬ সালের আগস্টে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (IAU) প্লুটোর মর্যাদা গ্রহ থেকে "বামন গ্রহ"-এ নামিয়ে আনে। তাই এখন আমাদের আগে নয়টি গ্রহের পরিবর্তে আটটি গ্রহ রয়েছে।
নির্বাচিত করেছেন
+4 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...