Mebibyte হলো একটি মেজারমেন্ট ইউনিট যেটা কম্পিউটার এর ডেটা স্টোরেজ মাপার জন্য ব্যাবহার করা হয়। এটা 2^20 অথবা 1,048,576 বাইট এর সমান। (MiB) হলো Mebibyte এর সংক্ষিপ্ত রূপ।
Mebibyte এবং Megabyte এর মধ্যে খুব বেশি পার্থক্য হয় না। এক মেগাবাইট এবং মেবিবাইট কে কিলোবাইটে কনভার্ট করলে আমরা যথাক্রমে পাই ১০০০ এবং ১০২৪ বাইট। মেগাবাইট এ ব্যাবহার হয় 10^n ভিত্তিক পদ্ধতি (Power Of 10) যেখানে n হল ১০ এর সূচক। অন্যদিকে মেবিবাইট ব্যাবহার করে বাইনারি সিস্টেম। যেটা হল Power of 2 ভিত্তিক পদ্ধতি (2^n)।
ডিস্ক ড্রাইভ ম্যানুফ্যাকচারার কোম্পানি গুলো সাধারনত Power of 10 ভিত্তিক মেগাবাইট মেজারমেন্ট ইউনিট ব্যাবহার করে। এবং এভাবেই সকল স্টোরেজ বাজারজাত করা হয়। কিন্তু অন্যদিকে কম্পিউটার সিস্টেম এ ব্যাবহার হয় Power of 2 ভিত্তিক মেবিবাইট ইউনিট। ফলস্বরূপ দেখা যায় যে আমরা যখন কোন স্টোরেজ এর সাইজ দেখতে যায় তখন সাইজ কিছুটা কম দেখায়।
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য