avatar
+৩ টি ভোট

মেবিবাইট (Mebibyte) কি?

মেবিবাইট (Mebibyte) কি? এই টেক টার্ম টি খুবই কম পরিচিত তবে আজ এটা কোথাও দেখলাম। এই টার্ম কি অর্থে ব্যবহার হয়?

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট

Mebibyte হলো একটি মেজারমেন্ট ইউনিট যেটা কম্পিউটার এর ডেটা স্টোরেজ মাপার জন্য ব্যাবহার করা হয়। এটা 2^20 অথবা 1,048,576 বাইট এর সমান। (MiB) হলো Mebibyte এর সংক্ষিপ্ত রূপ।


Mebibyte এবং Megabyte এর মধ্যে খুব বেশি পার্থক্য হয় না। এক মেগাবাইট এবং মেবিবাইট কে কিলোবাইটে কনভার্ট করলে আমরা যথাক্রমে পাই ১০০০ এবং ১০২৪ বাইট। মেগাবাইট এ ব্যাবহার হয় 10^n ভিত্তিক পদ্ধতি (Power Of 10) যেখানে n হল ১০ এর সূচক। অন্যদিকে মেবিবাইট ব্যাবহার করে বাইনারি সিস্টেম। যেটা হল Power of 2 ভিত্তিক পদ্ধতি (2^n)। 


ডিস্ক ড্রাইভ ম্যানুফ্যাকচারার কোম্পানি গুলো সাধারনত Power of 10 ভিত্তিক মেগাবাইট মেজারমেন্ট ইউনিট ব্যাবহার করে। এবং এভাবেই সকল স্টোরেজ বাজারজাত করা হয়। কিন্তু অন্যদিকে কম্পিউটার সিস্টেম এ ব্যাবহার হয় Power of 2 ভিত্তিক মেবিবাইট ইউনিট। ফলস্বরূপ দেখা যায় যে আমরা যখন কোন স্টোরেজ এর সাইজ দেখতে যায় তখন সাইজ কিছুটা কম দেখায়।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
ওপেন সোর্স বলতে কি বোঝায়?
ওপেন সোর্স কি? বিভিন্ন সফটওয়্যার এ দেখা যায় ওপেন সোর্স এই লেখাটি? ওপেন সোর্স দেওয়ার কারণ কি? ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার এর কি কোন সুবিধা আছে? কেন ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করবো?
avatar
+১ টি ভোট
AI Artworks তৈরী করে কি টাকা ইনকাম করা যায়?
বর্তমানে AI এর ব্যবহার সবখানেই, AI দিয়ে নিজের মনোভাবকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। এই ছবি গুলো থেকে কি ইনকাম করার কোনো উপায় আছে? বিস্তারিত জানতে চাই।

টি উত্তর
avatar
+৫ টি ভোট
ক্যাশ (Cache) কি?
ক্যাশ কি জিনিস । বিভিন্ন সফটওয়্যার গুলো কেন ক্যাশ ব্যবহার করে ?
avatar
+৫ টি ভোট
এইচডিআর (HDR) কি?
ক্যামরাতে HDR টার্ম টি দেখা যায়, এই এইচডিআর এর কাজ কি? কখন এইচডিআর ব্যবহার করবো।
avatar
+৩ টি ভোট
ইয়ারফোন এবং হেডফোন কি একই নাকি আলাদা?
ইয়ারফোন এবং হেডফোন কি একই নাকি আলাদা? এগুলোর মধ্যে কি কোন পার্থক্য আছে?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
...