avatar
+৩ টি ভোট

ওপেন সোর্স বলতে কি বোঝায়?

ওপেন সোর্স কি? বিভিন্ন সফটওয়্যার এ দেখা যায় ওপেন সোর্স এই লেখাটি? ওপেন সোর্স দেওয়ার কারণ কি? ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার এর কি কোন সুবিধা আছে? কেন ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করবো?

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট

ওপেন সোর্স সফটওয়্যার বলতে বোঝায় যেসব সফটওয়্যার এর সোর্স কোড পাবলিকলি উন্মুক্ত। যেহেতু ওপেন সোর্স সফটওয়্যার কোড সকলের জন্য উন্মুক্ত এজন্য যেসব সফটওয়্যার ওপেন সোর্স সেগুলো ডেভেলপ এর কাজ যে কোন সফটওয়্যার ডেভেলপার করতে পরে যেটা সাধারনত বাণিজ্যিক (যেমন অ্যাডবি) সফটওয়্যার গুলোতে সম্ভব না।


ওপেন সোর্স সফটওয়্যার এর সুবিধা

ওপেন সোর্স সফটওয়্যার এর সবচেয়ে বড় সুবিধা হল এর সমস্ত কোড সকলের জন্য উন্মুক্ত। সফটওয়্যার এর সমস্ত কার্যক্রম তার কোড থেকেই দেখা সম্ভব। যেমন মনে করুন, একটি ক্লোজ সোর্স সফটওয়্যারে আপনি দেখতে পাবেন না যে সেই সফটওয়্যারটি আপনার কি কি ডেটা কালেক্ট করতেছে, কিন্তু ওপেন সোর্স সফটওয়্যারে আপনি সেটার কোড গুলো যাচাই করে দেখতে পারবেন সফটওয়্যার টি আপনার কোন কোন ডেটা কালেক্ট করতেছে।


ওপেন সোর্স সফটওয়্যার গুলো সাধারণত ফ্রি হয়ে থাকে। ওপেন সোর্স সফটওয়্যার গুলতে সারা পৃথিবী থেকে শত, হাজারো ডেভলপার কাজ করে। এ কারণেই ওপেন সোর্স সফটওয়্যার গুলো ফ্রি হয়ে থাকে অন্যদিকে এডোবির মত কমার্শিয়াল সফটওয়্যার গুলো লিগালি ব্যবহারের জন্য টাকা দিয়ে কিনে নিতে হয়।


বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যারের অনেক বড় বড় কমিউনিটি থাকে যেখানে সে ওপেন সোর্স সফটওয়্যার রিলেটেড যাবতীয় সাহায্য সহযোগিতা পাওয়া যায়। তবে ওপেন সোর্স সফটওয়্যার এ সাধারণত অফিশিয়াল সাপোর্ট পাওয়া যায় না।


এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
মেবিবাইট (Mebibyte) কি?
মেবিবাইট (Mebibyte) কি? এই টেক টার্ম টি খুবই কম পরিচিত তবে আজ এটা কোথাও দেখলাম। এই টার্ম কি অর্থে ব্যবহার হয়?
avatar
+৩ টি ভোট
এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায়?
বিভিন্ন মেসেজিং অ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন উল্লেখ করা থাকে, এই এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায় এবং এর কাজ কি?
avatar
+৩ টি ভোট
বেটা সফটওয়্যার (Beta Software) বলতে কি বোঝায়?
অনেক সফটওয়্যার এর বেটা ভার্সন দেখা যায়। এই বেটা ভার্সন এর কাজ কি?
avatar
+৪ টি ভোট
রোমিং বলতে কি বোঝায়?
অ্যান্ড্রয়েড ফোনের সিম সেটিংসে সহ বিভিন্ন জায়গায় রোমিং শব্দটি দেখতে পাই। এই রোমিং বলতে কি বোঝায়?
avatar
+৩ টি ভোট
নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়?
নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়? এর ব্যবহার কোথায়।

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৬ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

    Nobody yet this month.

    সাম্প্রতিক ব্যাজ সমুহ

    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    abunaser ১৭ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    ...