avatar
+৩ টি ভোট

মানুষের সবচেয়ে দূরে পাঠানো স্পেসক্রাফট কোনটি?

মানুষ এ পর্যন্ত সবচেয়ে দূরে পাঠিয়েছে কোন স্পেসক্রাফট, স্পেসক্রাফট এখন পর্যন্ত কত দূরে গেছে?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

মানব কতৃক এখন পর্যন্ত সবচেয়ে দূরে পাঠানো স্পেসক্রাফট হলো "ভয়েজার ওয়ান" (Voyager 1)। "ভয়েজার ওয়ান" বর্তমানে পৃথিবী থেকে প্রায় ২৩.৩ বিলিয়ন কিলোমিটার দূরে।


সৌরজগতের বাইরে কি আছে সেটা গবেষণা করার জন্য ৫ সেপ্টেম্বর ১৯৭৭ সালে নাসা ভয়েজার প্রোগ্রামের আওতায় এটিকে লঞ্চ করে। যা এই উত্তর টি লেখার সময় থেকে  ৪৫ বছর আগে।


এত বছরের যাত্রায় এটি পৃথিবীতে পাঠিয়েছে অগণিত অজানা মহাকাশ তথ্য এবং এখনও পাঠিয়ে যাচ্ছে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৫ টি ভোট
আমাদের সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি এবং কেন?
আমাদের সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি এবং কি কারনে উক্ত গ্রহ সবচেয়ে বেশি উত্তপ্ত?
avatar
+৩ টি ভোট
প্লুটোকে গ্রহ হিসেবে ধরা হয়না কেন?
ছোটবেলায় বইয়ের মধ্যে প্লুটো সহ মোট ৯ টা গ্রহ পড়তাম। কিন্তু এখন প্লুটোকে বাদ দিয়ে ৮ টা গ্রহ। প্লুটোকে গ্রহের লিস্ট থেকে বাদ দেওয়ার কারণ কি?
avatar
+৫ টি ভোট
দিন ও রাতের তাপমাত্রার সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় সৌরজগতের কোন গ্রহে?
দিন ও রাতের তাপমাত্রার সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় সৌরজগতের কোন গ্রহে? এন এই পার্থক্যের তৈরি হয়?
+৩ টি ভোট
সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন প্রাণী কোনটি?
কোন প্রাণী সবচেয়ে বেশি গতি অর্জন করতে সক্ষম? এবং এই গতি কত!
avatar
+৪ টি ভোট
পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা কোনটি?
কোন ভাষাটি পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা? কি করনে উক্ত ভাষাকে সবচেয়ে কঠিন ভাষা বলা হয়?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৬ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

    Nobody yet this month.

    সাম্প্রতিক ব্যাজ সমুহ

    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    abunaser ১৭ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    ...