avatar
+৩ টি ভোট

টাইম ডাইলেশন বলতে কি বোঝায়?

টাইম ডাইলেশন / সময় প্রসারণ কি | টাইম ডাইলেশন কিভাবে ঘটে | টাইম ডাইলেশন এর ব্যাক্ষা।

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

টাইম ডাইলেশন / সময় প্রসারণ ফিজিক্সের এমন একটি কনসেপ্ট যা দ্বারা বোঝায় সময় পরম নয় বরং সময় আপেক্ষিক এবং সময় ভিন্ন ভিন্ন পর্যবেক্ষকের দৃষ্টিতে ভিন্ন গতিতে চলে। টাইম ডাইলেশন আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের একটি ভবিষৎবাণী, এবং এটি পরীক্ষামূলক ভাবে প্রমাণিত।


আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে সময় অ্যাবসলিউট বা পরম কোনো পরিমাণ নয় বরং পর্যবেক্ষকের রেফারেন্স ফ্রেমের সাথে রিলেটিভ / আপেক্ষিক। অর্থাৎ ভিন্ন রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে সময় ভিন্ন গতিতে চলে। আর যে জিনিসটা সময়ের গতির এই পার্থক্য তৈরি করে তা হলো স্পেস টাইমের কার্ভ / বক্রতা। আর এই বক্রতা নির্ভর করে কোনো বস্তুর এনার্জির উপর। এই এনার্জি যে কোনো ফর্মে থাকতে পারে যেমন ভর, গতি, ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ইত্যাদি। কোনো বস্তুর এনার্জি যত বেশি সেই বস্তু স্পেস টাইমে ততই বড় কার্ভ তৈরি করে। ফলস্বরূপ সময় ততই ধীর গতির হয় সেখানে। এই ঘটনাটিই টাইম ডাইলেশন বা সময়ের প্রসারণ নামে পরিচিত।


উদাহরণস্বরূপ আউটার স্পেসের তুলনায় পৃথিবীতে সময় ধীর গতিতে চলে, কেননা পৃথিবীর ভর স্পেস টাইমে বক্রতা তৈরি করে। আবার একটি ব্ল্যাকহোলের কাছে সময় অনেক বেশি ধীর গতির হয়ে যায়, কেননা ব্ল্যাকহোলে অনেক কম জায়গায় অনেক বেশি ভর থাকায় এর শক্তিশালী গ্রাভিটি এটি স্পেস টাইমে অনেক বেশি বক্রতা তৈরি করে, ফলস্বরূপ সময় অনেক ধীর হয়ে যায়।


আবার দুজন পর্যবেক্ষকের একজন উচ্চ গতিতে ভ্রমণ করলে স্থির পর্যবেক্ষকের তুলনায় দ্রুত গতিশীল পর্যবেক্ষকের সময় ধীরগতির অনুভূত হবে। কেননা গতি বৃদ্ধির সাথে বস্তুর এনার্জি বৃদ্ধি পায়। ফলস্বরূপ কেউ যত বেশি গতিতে অগ্রসর হবে তার কাছে সময় ততই ধীরগতির হয়ে যাবে। টাইম ডাইলেশনের ফল দৈনন্দিন গতিতে অনেক নগন্য যা চোখে পড়ার মতো না, কিন্তু আলোর গতির কাছাকাছি গতিতে এটি অনেক বেশি পার্থক্য তৈরি করে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়?
নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়? এর ব্যবহার কোথায়।
avatar
+৩ টি ভোট
কাঁচা লোহা বলতে কি বোঝায়?
অনেক সময়ই অনেক লোককে বলতে শোনা যায় যে এই ছু*রিটি কাঁচা লোহার তৈরি এতে ভালো ধার থাকবে না। আবার বইয়েও পড়েছি যে ইলেকট্রো-ম্যাগনেট তৈরির জন্য কাঁচা লোহার উপর পরিবাহী তারের কয়েল প্যাঁচানো হয়। এই কাঁচা লোহা বলতে কি বোঝানো হচ্ছে মূলত।
avatar
+৩ টি ভোট
স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার বলতে কি বোঝায়?
স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার মূলত কি, বিস্তারিত উত্তর আশা করছি।
avatar
+৪ টি ভোট
NFT বলতে কি বোঝায়? NFT এর কাজ কি?
সোশ্যাল মিডিয়ায় আজকাল NFT নিয়ে অনেক পোস্ট দেখা যায়। এই NFT মূলত কি? এর কাজ কি? একটু বিস্তারিত জানতে চাই।
avatar
+৩ টি ভোট
এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায়?
বিভিন্ন মেসেজিং অ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন উল্লেখ করা থাকে, এই এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায় এবং এর কাজ কি?

২৭৫ টি প্রশ্ন

২৬৭ টি উত্তর

৩০ টি মন্তব্য

৪৩ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

admin ১২ ৫৮ একটি ব্যাজ পেয়েছেন
admin ১২ ৫৮ একটি ব্যাজ পেয়েছেন
admin ১২ ৫৮ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৪ ৫৮ ২১৮ একটি ব্যাজ পেয়েছেন
admin ১২ ৫৮ একটি ব্যাজ পেয়েছেন
...