রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 48 বার দেখা হয়েছে
টাইম ডাইলেশন / সময় প্রসারণ কি | টাইম ডাইলেশন কিভাবে ঘটে | টাইম ডাইলেশন এর ব্যাক্ষা।
+3 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

টাইম ডাইলেশন / সময় প্রসারণ ফিজিক্সের এমন একটি কনসেপ্ট যা দ্বারা বোঝায় সময় পরম নয় বরং সময় আপেক্ষিক এবং সময় ভিন্ন ভিন্ন পর্যবেক্ষকের দৃষ্টিতে ভিন্ন গতিতে চলে। টাইম ডাইলেশন আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের একটি ভবিষৎবাণী, এবং এটি পরীক্ষামূলক ভাবে প্রমাণিত।


আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে সময় অ্যাবসলিউট বা পরম কোনো পরিমাণ নয় বরং পর্যবেক্ষকের রেফারেন্স ফ্রেমের সাথে রিলেটিভ / আপেক্ষিক। অর্থাৎ ভিন্ন রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে সময় ভিন্ন গতিতে চলে। আর যে জিনিসটা সময়ের গতির এই পার্থক্য তৈরি করে তা হলো স্পেস টাইমের কার্ভ / বক্রতা। আর এই বক্রতা নির্ভর করে কোনো বস্তুর এনার্জির উপর। এই এনার্জি যে কোনো ফর্মে থাকতে পারে যেমন ভর, গতি, ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ইত্যাদি। কোনো বস্তুর এনার্জি যত বেশি সেই বস্তু স্পেস টাইমে ততই বড় কার্ভ তৈরি করে। ফলস্বরূপ সময় ততই ধীর গতির হয় সেখানে। এই ঘটনাটিই টাইম ডাইলেশন বা সময়ের প্রসারণ নামে পরিচিত।


উদাহরণস্বরূপ আউটার স্পেসের তুলনায় পৃথিবীতে সময় ধীর গতিতে চলে, কেননা পৃথিবীর ভর স্পেস টাইমে বক্রতা তৈরি করে। আবার একটি ব্ল্যাকহোলের কাছে সময় অনেক বেশি ধীর গতির হয়ে যায়, কেননা ব্ল্যাকহোলে অনেক কম জায়গায় অনেক বেশি ভর থাকায় এর শক্তিশালী গ্রাভিটি এটি স্পেস টাইমে অনেক বেশি বক্রতা তৈরি করে, ফলস্বরূপ সময় অনেক ধীর হয়ে যায়।


আবার দুজন পর্যবেক্ষকের একজন উচ্চ গতিতে ভ্রমণ করলে স্থির পর্যবেক্ষকের তুলনায় দ্রুত গতিশীল পর্যবেক্ষকের সময় ধীরগতির অনুভূত হবে। কেননা গতি বৃদ্ধির সাথে বস্তুর এনার্জি বৃদ্ধি পায়। ফলস্বরূপ কেউ যত বেশি গতিতে অগ্রসর হবে তার কাছে সময় ততই ধীরগতির হয়ে যাবে। টাইম ডাইলেশনের ফল দৈনন্দিন গতিতে অনেক নগন্য যা চোখে পড়ার মতো না, কিন্তু আলোর গতির কাছাকাছি গতিতে এটি অনেক বেশি পার্থক্য তৈরি করে।

নির্বাচিত করেছেন
+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...