avatar
+৩ টি ভোট

জিপিএস কিভাবে কাজ করে?

জিপিএস এর পূর্ণরূপ কি? আমাদের সাধারণ স্মার্টফোন তো স্যাটেলাইটের সাথে যোগাযোগ করতে পারে না, তাহলে জিপিএস স্যাটেলাইট থেকে কিভাবে নিজের অবস্থান সম্পর্কে তথ্য পায়? সবকিছু বিস্তারিত জানতে চাই।

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

জিপিএস এর পূর্ণরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি কিছু সংখ্যক স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক যা পৃথিবীতে কোনো বস্তুর অবস্থান নির্ধারণের ব্যবহৃত হয়। জিপিএস একটি জিপিএস রিসিভার এবং কমপক্ষে চারটি জিপিএস স্যাটেলাইটের মধ্যে দূরত্ব পরিমাপের মাধ্যমে অবস্থান নির্ধারণ করে। এটি একটি একমুখী পদ্ধতি, এখানে শুধু জিপিএস স্যাটেলাইট রিসিভারে সিগন্যাল পাঠায়, রিসিভার স্যাটেলাইটের সাথে কোনো যোগাযোগ করে না।


জিপিএস স্যাটেলাইট গুলো অনবরত পৃথিবীতে একটি সিগন্যাল পাঠায়। এই সিগন্যাল যেকোনো জিপিএস রিসিভার রিসিভ করতে পারে। এই সিগন্যাল এর মধ্যে সিগন্যাল কোন সময়ে তৈরি হয়েছে সেটা এবং সেই স্যাটেলাইটের পজিশন ডাটা থাকে। রিসিভার এই সিগন্যাল রিসিভের সময় এবং সিগন্যালের মধ্যে থাকা সময়ের পার্থক্য থেকে স্যাটেলাইট এবং রিসিভারের মধ্যে দুরত্ব পরিমাপ করে। এরপর সবগুলো স্যাটেলাইট থেকে থেকে রিসিভারের দুরত্ব ব্যবহার করে ট্রাইলেটারেশন বা ত্রিপক্ষীকরন নামক এক প্রক্রিয়া বাবিহার করে রিসিভারের অবস্থান নির্ণয় করা হয়।


জিপিএস ট্রাইলেটারেশন


ট্রাইলেটারেশন একটি গাণিতিক প্রক্রিয়া যেখানে তিন বা তার বেশি বিন্দুর দূরত্ব এবং অবস্থান ব্যবহার করে একটি চতুর্থ বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়। জিপিএস এর ক্ষেত্রে কমপক্ষে চারটি স্যাটেলাইট ব্যবহার করা হয়, এতে প্রথম তিনটি স্যাটেলাইট ব্যবহার করে গণনায় ভুল হলে চতুর্থ স্যাটেলাইটটি ভিন্ন অবস্থান প্রদান করবে। এতে রিসিভার পুনরায় গণনা করে তার গণনা সংশোধন করতে পারে। রিসিভার তার অবস্থান তিনটি মাত্রায় গণনা করেঃ অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং উচ্চতা। জিপিএস অত্যন্ত সঠিকভাবে মাত্র কয়েক মিটারের মধ্যে রিসিভারের অবস্থান নির্ধারণ করতে সক্ষম।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে কিভাবে কাজ করে?
অ্যামোলেড ডিসপ্লে কিভাবে কাজ করে? অ্যামোলেড ডিসপ্লে এলসিডি এর তুলনায় কম পাওয়ার কনজিউম করে কিভাবে?
avatar
+৪ টি ভোট
এলসিডি (LCD) স্ক্রিন কিভাবে কাজ করে?
আমরা স্মার্টফোন, কম্পিউটার, স্মার্টওয়াচ, ট্যাবলেট বা অন্যান্য ডিজিটাল ডিভাইজ গুলোতে যে এলসিডি স্ক্রিন ব্যবহার করি সেগুলো কিভাবে কাজ করে?
avatar
+৪ টি ভোট
টাচ স্ক্রীন কিভাবে কাজ করে?
আমাদের স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এসব ডিভাইসে যে টাচ স্ক্রীন থাকে সেটা কিভাবে কাজ করে, কিভাবে ডিটেক্ট করে যে আমরা কোথায় টাচ করতেছি!
avatar
+৩ টি ভোট
গাড়ির এয়ারব্যাগ কিভাবে কাজ করে?
গাড়ির কোনধরনের সংঘর্ষ ঘটলে সেফটি এয়ারব্যাগ ওপেন হয়ে যায়। এই এয়ারব্যাগ কিভাবে কাজ করে? ইনস্ট্যান্টলি এত বাতাস কোথা থেকে আসে?
avatar
+৩ টি ভোট
ই-সিম কি? ই-সিম কিভাবে কাজ করে?
ই-সিম কি? ই-সিম কিভাবে কাজ করে? কিভাবে ই-সিম ব্যবহার করবো?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
...