রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম

প্রশ্ন-উত্তর করে ইনকাম করুন!

এখন থেকে টিডি বাংলা'য় প্রশ্ন উত্তর করে অর্জিত পয়েন্ট উইথড্র করে পেমেন্ট নিতে পারবেন।

(820 পয়েন্ট)
28 বার দেখা হয়েছে
আমি একটু পানি নিতে পাম্প চালু করলে মা বলে অল্প একটুর জন্য বার বার মোটর স্টার্ট করলে বিল বেশি আসে। এটা কতটুকু সত্য?
+2 টি ভোট

1 টি উত্তর

(1.2k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
এটা সম্পূর্ণভাবে সত্য। কেননা সকল মোটরই সাধারণত স্টার্ট এর সময় মোটরের রোটর এর জড়তা কাটাতে এবং সাধারণ স্পিডে পৌঁছাতে মোটরকে অনেক বেশি টর্ক (ঘূর্ণন বল) উৎপাদন করতে হয়। এই অধিক টর্ক উৎপাদনের জন্যই মূলত মোটর স্টার্ট এর সময় অনকে বেশি কারেন্ট গ্রহণ করে। এই কারেন্ট নরমালি মোটর চলতে যে কারেন্ট গ্রহণ করে তর্বকয়েকগুন হতে পারে। আর পাওয়ার যেহেতু কারেন্টের সমানুপাতিক তাই বেশি কারেন্ট গ্রহণ মনে বেশি এনার্জি ব্যায়। যার ফলে মোটর বার বার স্টার্ট করলে বিল বেশি আসবে এটাই স্বাভাবিক।
+1 টি ভোট

সম্প্রতি উত্তরিত প্রশ্ন সমুহ

159 টি প্রশ্ন

153 টি উত্তর

24 টি মন্তব্য

21 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...