রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 52 বার দেখা হয়েছে
ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে, অর্থাৎ কম ভোল্টেজ প্রান্ত বা নেগেটিভ প্রান্তে বেশি ইলেকট্রন থাকায় ইলেকট্রন কম ভোল্টেজ বা নেগেটিভ প্রান্ত থেকে উচ্চ ভোল্টেজ প্রান্ত বা পজিটিভ এর দিকে প্রবাহিত হয়। আর ইলেকট্রনের প্রবাহই কারেন্ট প্রবাহ। তাহলে আমরা কারেন্ট প্রবাহকে উচ্চ ভোল্টেজ বা পজিটিভ প্রান্ত থেকে নিন্ম ভোল্টেজ বা নেগেটিভ এর দিকে অর্থাৎ ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিবেচনা করি কেন?
+2 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
কারেন্ট প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিবেচনা করা হয় কারণ এটা ইলেকট্রন আবিষ্কারের আগে থেকেই প্রচলিত। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ১৮ শতকে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের ধারণা প্রস্তাব করেছিলেন এবং তিনি ধনাত্বক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে কারেন্ট প্রবাহের দিক সংজ্ঞায়িত করেছিলেন। বেঞ্জামিন বিশ্বাস করতেন ইলেকট্রিক সার্কিটে পজিটিভ চার্জ পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়।

বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কারেন্ট প্রবাহের দিক নির্ধারণের প্রায় দেড়শ বছর পর ১৮৯৭ সালে ইলেকট্রন আবিষ্কৃত হয়। ইলেকট্রন আবিষ্কারের পর জানা যায় ইলকট্রনই মূলত পরিবাহীর মধ্যে নেগেটিভ থেকে পজিটিভ প্রান্তের দিকে নেগেটিভ চার্জ পরিবহন করে। কিন্তু এতদিনে বেঞ্জামিন প্রদত্ত কারেন্ট প্রবাহের দিক ব্যাপকভাবে গৃহীত হয়েছিল এবং তখনকার সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি, সমীকরণ, চিত্র সবকিছুই বেঞ্জামিনের প্রচলিত কারেন্ট প্রবাহের দিক ব্যবহার করতেছিল।

বেঞ্জামিনের প্রচলিত কারেন্ট প্রবাহের দিক যেহেতু তখন অনেক ব্যবহৃত হয়ে আসছিল তাই হটাৎ সেটা পরিবর্তন করতে গেলে অনেক বিঘ্ন ঘটতো। তাছাড়া কারেন্ট প্রবাহের দিক সার্কিটের অপারেশনে কোনো প্রভাব ফেলে না। এমনকি একটি সার্কিটের কারেন্ট প্রবাহের দিক উল্টো করে দিলেও সেটা সেভাবেই কাজ করে। তাই কারেন্ট প্রবাহের দিক পরিবর্তন না করে বেঞ্জামিনের প্রদত্ত কারেন্ট প্রবাহের দিক এখনও প্রচলিত।
নির্বাচিত করেছেন
+1 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...