avatar
+২ টি ভোট

কারেন্ট প্রবাহ ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিবেচিত হয় কেন?

ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে, অর্থাৎ কম ভোল্টেজ প্রান্ত বা নেগেটিভ প্রান্তে বেশি ইলেকট্রন থাকায় ইলেকট্রন কম ভোল্টেজ বা নেগেটিভ প্রান্ত থেকে উচ্চ ভোল্টেজ প্রান্ত বা পজিটিভ এর দিকে প্রবাহিত হয়। আর ইলেকট্রনের প্রবাহই কারেন্ট প্রবাহ। তাহলে আমরা কারেন্ট প্রবাহকে উচ্চ ভোল্টেজ বা পজিটিভ প্রান্ত থেকে নিন্ম ভোল্টেজ বা নেগেটিভ এর দিকে অর্থাৎ ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিবেচনা করি কেন?

1 টি উত্তর

avatar
+২ টি ভোট
কারেন্ট প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিবেচনা করা হয় কারণ এটা ইলেকট্রন আবিষ্কারের আগে থেকেই প্রচলিত। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ১৮ শতকে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের ধারণা প্রস্তাব করেছিলেন এবং তিনি ধনাত্বক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে কারেন্ট প্রবাহের দিক সংজ্ঞায়িত করেছিলেন। বেঞ্জামিন বিশ্বাস করতেন ইলেকট্রিক সার্কিটে পজিটিভ চার্জ পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়।

বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কারেন্ট প্রবাহের দিক নির্ধারণের প্রায় দেড়শ বছর পর ১৮৯৭ সালে ইলেকট্রন আবিষ্কৃত হয়। ইলেকট্রন আবিষ্কারের পর জানা যায় ইলকট্রনই মূলত পরিবাহীর মধ্যে নেগেটিভ থেকে পজিটিভ প্রান্তের দিকে নেগেটিভ চার্জ পরিবহন করে। কিন্তু এতদিনে বেঞ্জামিন প্রদত্ত কারেন্ট প্রবাহের দিক ব্যাপকভাবে গৃহীত হয়েছিল এবং তখনকার সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি, সমীকরণ, চিত্র সবকিছুই বেঞ্জামিনের প্রচলিত কারেন্ট প্রবাহের দিক ব্যবহার করতেছিল।

বেঞ্জামিনের প্রচলিত কারেন্ট প্রবাহের দিক যেহেতু তখন অনেক ব্যবহৃত হয়ে আসছিল তাই হটাৎ সেটা পরিবর্তন করতে গেলে অনেক বিঘ্ন ঘটতো। তাছাড়া কারেন্ট প্রবাহের দিক সার্কিটের অপারেশনে কোনো প্রভাব ফেলে না। এমনকি একটি সার্কিটের কারেন্ট প্রবাহের দিক উল্টো করে দিলেও সেটা সেভাবেই কাজ করে। তাই কারেন্ট প্রবাহের দিক পরিবর্তন না করে বেঞ্জামিনের প্রদত্ত কারেন্ট প্রবাহের দিক এখনও প্রচলিত।

এরকম আরও প্রশ্ন

avatar
+২ টি ভোট
অনেক জায়গায় উচু বিদ্যুৎ লাইনের তারে লাল এবং হলুদ রঙের প্লাস্টিক বল লাগানো হয় কেন?
অনেক বিদ্যুৎ ট্রান্সমিশন লাইনের তারে লাল কিংবা হলুদ রঙের বল লাগানো হয়, এর কারন কি?
avatar
+২ টি ভোট
ট্রান্সফরমার এর রেটিং কেভিএ (kVA) তে প্রকাশ করা হয় কেন?
ট্রান্সফরমার এর রেটিং কিলোওয়াট/মেগাওয়াট এ প্রকাশ না করে কিলো ভোল্ট-অ্যাম্পিয়ার/ মেগা ভোল্ট-অ্যাম্পিয়ার এগুলোতে প্রকাশ করার কারণ কি?
avatar
+৩ টি ভোট
ইলেকট্রিসিটি ভোল্টেজ গুলো সাধারণত ১১ দ্বারা বিভাজ্য হয় কেন?
ইলেকট্রিক ট্রান্সমিশন কিংবা ডিস্ট্রিবিউশন ভোল্টেজ গুলো সাধারণত দেখা যায় 11 দ্বারা বিভাজ্য হয়, যেমন 220 ভোল্ট, 440 ভোল্ট, 11 কেভি, 33 কেভি, 66 কেভি, 132 কেভি ইত্যাদি। এই সংখ্যার পিছনে কোনো বিশেষ কারণ আছে কি?
avatar
+৩ টি ভোট
কোনটি বেশি বিপদজনক এসি নাকি ডিসি কারেন্ট?
উচ্চ ভোল্টেজ এসি এবং ডিসি উভয় পাওয়ার ই বিপদজনক। আমার প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক শক এর সময় একই ভোল্টেজে এদের মধ্যে কোনটি বেশি বিপদজনক হবে?
avatar
+২ টি ভোট
ইলেকট্রিসিটি জেনারেটরে লোড বাড়ালে জেনারেটর ঘুরাতে বেশি পাওয়ার লাগে কেন?
ইলেকট্রিসিটি জেনারেটরের আউটপুটে বেশি বেশি লোড সংযোগ করা হলে জেনারেটরের ঘূর্ণন গতি একই থাকে কিংবা আগের থেকে কমে যায়, কিন্তু তারপরেও যে মেশিন দিয়ে জেনারেটর ঘুরানো হচ্ছে সেই মেশিনকে জেনারেটর ঘুরাতে বেশি পাওয়ার ব্যবহার করতে হয়। উদাহরণ হিসেবে একটি ডিজেল ইঞ্জিন দিয়ে জেনারেটর ঘুরানো হলে জেনারেটরে লোড বাড়ার সাথে ডিজেল ইঞ্জিনের ডিজেল খরচ বেড়ে যায়। জেনারেটর তো আগের থেকে বেশি স্পিডে ঘুরানো লাগছে না, তাহলে পাওয়ার বেশি লাগছে কেন ঘুরাতে?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৬ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

    Nobody yet this month.

    সাম্প্রতিক ব্যাজ সমুহ

    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    abunaser ১৭ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    ...