এই গ্যাপ গুলোকে বলা হয় এক্সপ্যানশন জয়েন্ট। ব্রিজে এক্সপ্যানশন জয়েন্ট রাখা হয় যায় তাপমাত্রা পরিবর্তনের সাথে ব্রিজের সংকোচন এবং প্রসারণের ফলে ব্রিজে কোনো ফাটল না ধরে।
অন্য সকল পদার্থের মতো তাপমাত্রা পরিবর্তনের সাথে কংক্রিটও সংকুচিত এবং প্রসারিত হয়। কোনো এক্সপ্যানশন জয়েন্ট না থাকলে ব্রিজ সংকুচিত কিংবা প্রসারিত হলে ব্রিজে ফাটল ধরত এবং অবশেষে ভেঙে পড়ত। তাই সংকোচন এবং প্রসারণ জনিত ফাটল থেকে ব্রিজকে রক্ষা করতে ব্রিজের দৈর্ঘ্য বরাবর নির্দিষ্ট অন্তর অন্তর এক্সপ্যানশন গ্যাপ রাখা হয়।