avatar
+3 টি ভোট

ব্রিজে নির্দিষ্ট দূরে দূরে গ্যাপ রাখা হয় কেন?

image

ব্রিজে কিছু দূরে দূরে গ্যাপ রাখা হয় এর কারণ কি?

1 টি উত্তর

avatar
+2 টি ভোট
এই গ্যাপ গুলোকে বলা হয় এক্সপ্যানশন জয়েন্ট। ব্রিজে এক্সপ্যানশন জয়েন্ট রাখা হয় যায় তাপমাত্রা পরিবর্তনের সাথে ব্রিজের সংকোচন এবং প্রসারণের ফলে ব্রিজে কোনো ফাটল না ধরে।

অন্য সকল পদার্থের মতো তাপমাত্রা পরিবর্তনের সাথে কংক্রিটও সংকুচিত এবং প্রসারিত হয়। কোনো এক্সপ্যানশন জয়েন্ট না থাকলে ব্রিজ সংকুচিত কিংবা প্রসারিত হলে ব্রিজে ফাটল ধরত এবং অবশেষে ভেঙে পড়ত। তাই সংকোচন এবং প্রসারণ জনিত ফাটল থেকে ব্রিজকে রক্ষা করতে ব্রিজের দৈর্ঘ্য বরাবর নির্দিষ্ট অন্তর অন্তর এক্সপ্যানশন গ্যাপ রাখা হয়।

এরকম আরও প্রশ্ন

avatar
+3 টি ভোট
ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করা হয় না কেন?
জাহাজ একবার ডুবে গেলে সেটা উদ্ধার করে সমুদ্রের তলদেশ থেকে তুলে আনা হয়না কেন?
avatar
+4 টি ভোট
সিসি ক্যামেরার ভিডিও কোয়ালিটি এত খারাপ হয় কেন?
সিসি ক্যামেরা এর ভিডিও কোয়ালিটি কেন খারাপ হয়? স্মার্টফোনের ক্যামেরাও তো এরচেয়ে অনেক ভালো কোয়ালিটির ভিডিও ধারন করে। 
avatar
+4 টি ভোট
পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস পাওয়া যায়?
পৃথিবীর বায়ুমণ্ডলে সবচে বেশি পরিমাণ কোন গ্যাস পাওয়া যায় সব শতকরা কত শতাংশ।
avatar
+4 টি ভোট
অ্যাম্বুলেন্স এর সামনে “Ambulance” লেখাটা উল্টো থাকে কেন?
অ্যাম্বুলেন্স এর সামনে “Ambulance” লেখাটা উল্টো থাকে কেন?
avatar
+3 টি ভোট
বাংলাদেশের রেল পথে তিনটা লাইন দেখা যায় কেন?

image রেল এর লাইন দুইটা কিন্তু বাংলাদেশের কিছু কিছু রেল পথে তিনটা করেও লাইন দেখতে পাওয়া যায়। এমন টা হওয়ার কারন কি? 

242 টি প্রশ্ন

234 টি উত্তর

28 টি মন্তব্য

34 জন সদস্য

সাম্প্রতিক ব্যাজ সমুহ

easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
...