পৃথিবীর অভিকর্ষ বলের টানে বস্তুর মধ্যে যে ত্বরণ ঘটে সেটাই অভিকর্ষজ ত্বরণ।
আমরা জানি এই মহাবিশ্বের সকল বস্তুকণা একে অপরকে নিজেদের দিকে টানে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তুটি প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বস্তুর ভরের ব্যস্তানুপাতিক হারে ত্বরান্বিত হয়। আমাদের পৃথিবীও সকল বস্তুকে নিজের দিকে টানে। এই বলকে বলাহয় অভিকর্ষ বল। এই অভিকর্ষ বল বলা হয়। এই বল নির্ভর করে বস্তুর ভরের উপর। এই অভিকর্ষ বলের টানে বস্তুর যে ত্বরণ ঘটে সেটাই অভিকর্ষজ ত্বরণ।