avatar
+4 টি ভোট

আয়নাতে লেখা উল্টা দেখায় কেন?

আয়নাতে লেখা সহ সবকিছু উল্টা দেখা যায়। এরকম টা কেন হয়?

1 টি উত্তর

avatar
+4 টি ভোট

আয়না আসলে লেখা উল্টো দেখায় না। আয়না কোনো বস্তুর প্রতিটি বিন্দু থেকে আপাত হওয়া আলো প্রতিফলন করে এবং এই বিন্দু বিন্দু আলো নিয়ে আয়নায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। আয়নার সামনে ঠিক যে অবস্থানে মূল বস্তুটি থাকে আয়নার তত পিছনেই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। এতে আয়না কোনো কিছুই উল্টায় না বরং প্রতিটি বিন্দুর প্রতিবিম্ব ঠিক ঠিক অবস্থানেই তৈরি করে।


লেখার ক্ষেত্রে আমরা আয়নার সামনে যখন কোনো লেখা ধরি তখন লেখাটি আয়নার দিকে ঘুরিয়ে ধরার সময় নিজে লেখা দেখার সময় যেদিক দিয়ে ধরেছিলাম তার উল্টো দিক দিয়ে ধরি। এতে লেখার ডান দিকে আমাদের বাম হাতের দিকে ধরি এবং বাম দিক ডান হাতের দিক ধরি। আর যেহেতু আয়নার সামনে বস্তু যেভাবে থাকে সেভাবেই প্রতিবিম্ব তৈরি হয় তাই আয়নায় লেখা উল্টো দেখতে পাই।


image

উদাহরণস্বরূপ আমি একটি পাতলা কাগজের জেল পেন দিয়ে TD Bangla শব্দটি দুই পাশেই লিখেছি যাতে লেখা উভয় দিক থেকে দেখা যায়, এখানে দেখা যাচ্ছে যে লেখাটি সামনে থেকে সোজা দেখাচ্ছে সেটা আয়নাতেও সোজা দেখাচ্ছে, আর যেটি সামনে থেকে উল্টো দেখাচ্ছে সেটি আয়নাতেও উল্টো দেখাচ্ছে। অর্থাৎ আয়না লেখা উল্টো দেখায় না, আমরা আয়নার সামনে লেখা উল্টো দিকে ধরি তাই উল্টো দেখায়।

এরকম আরও প্রশ্ন

avatar
+4 টি ভোট
চাঁদের আলোয় সবকিছু সাদা-কালো দেখায় কেন?
আমরা জানি যে সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। অর্থাৎ সূর্য এবং চাঁদের আলোর সোর্স একই। তাহলে সূর্যের আলোয় সবকিছু ঠিক থাকলেও চাঁদের আলোয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখায় কেন?
avatar
+1 টি ভোট
ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে তাপমাত্রা হ্রাস পায় কেন?
সাধারণভাবে ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া হবে তাপমাত্রা তো ততোই বাড়ার কথা। যেহেতু, ক্রমেই সূর্যের নিকটর্তী যাওয়া হচ্ছে। কিন্তু তা না হয়ে কিছু উচ্চতায় উঠার পর তাপমাত্রা কমতে শুরু করে। এর কারণ কি?
0 টি উত্তর
avatar
+2 টি ভোট
অনেক উচ্চতায় প্লেন চলার সময় পিছনে সাদা ধোয়ার মতো দাগ দেখা যায় কেন?

আজকে একটা বিষয় খেয়াল করলাম যখন প্লেন অনেক বেশি উচ্চতায় উড়ে তখন এর পিছনে সাদা ধোয়ার মত দাগ দেখা যায়। কিন্তু অল্প উচ্চতায় উড়া প্লেনের পিছনে এমনটি দেখা যায়না, এর পিছনে কারণ কি?


image

Image Credit: Marcus Dall Col

avatar
+5 টি ভোট
আয়নাতে আমাদের প্রতিবিম্ব উপরে-নীচে উল্টায় না কেন?

আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের প্রতিবিম্বটি পাশাপাশি উল্টে যায়। কিন্তু প্রতিবিম্বটি উপর-নিচে উল্টায় না কেন?image

avatar
+4 টি ভোট
জোনাকি পোকা আলো নির্গত করে কিভাবে?
আমরা জোনাকি পোকাকে রাতের বেলা যে আলো নির্গত করতে দেখি সেটা কিভাবে ঘটে?

242 টি প্রশ্ন

234 টি উত্তর

28 টি মন্তব্য

34 জন সদস্য

সাম্প্রতিক ব্যাজ সমুহ

easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
...