রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 75 বার দেখা হয়েছে
আয়নাতে লেখা সহ সবকিছু উল্টা দেখা যায়। এরকম টা কেন হয়?
+4 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

আয়না আসলে লেখা উল্টো দেখায় না। আয়না কোনো বস্তুর প্রতিটি বিন্দু থেকে আপাত হওয়া আলো প্রতিফলন করে এবং এই বিন্দু বিন্দু আলো নিয়ে আয়নায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। আয়নার সামনে ঠিক যে অবস্থানে মূল বস্তুটি থাকে আয়নার তত পিছনেই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। এতে আয়না কোনো কিছুই উল্টায় না বরং প্রতিটি বিন্দুর প্রতিবিম্ব ঠিক ঠিক অবস্থানেই তৈরি করে।


লেখার ক্ষেত্রে আমরা আয়নার সামনে যখন কোনো লেখা ধরি তখন লেখাটি আয়নার দিকে ঘুরিয়ে ধরার সময় নিজে লেখা দেখার সময় যেদিক দিয়ে ধরেছিলাম তার উল্টো দিক দিয়ে ধরি। এতে লেখার ডান দিকে আমাদের বাম হাতের দিকে ধরি এবং বাম দিক ডান হাতের দিক ধরি। আর যেহেতু আয়নার সামনে বস্তু যেভাবে থাকে সেভাবেই প্রতিবিম্ব তৈরি হয় তাই আয়নায় লেখা উল্টো দেখতে পাই।


image

উদাহরণস্বরূপ আমি একটি পাতলা কাগজের জেল পেন দিয়ে TD Bangla শব্দটি দুই পাশেই লিখেছি যাতে লেখা উভয় দিক থেকে দেখা যায়, এখানে দেখা যাচ্ছে যে লেখাটি সামনে থেকে সোজা দেখাচ্ছে সেটা আয়নাতেও সোজা দেখাচ্ছে, আর যেটি সামনে থেকে উল্টো দেখাচ্ছে সেটি আয়নাতেও উল্টো দেখাচ্ছে। অর্থাৎ আয়না লেখা উল্টো দেখায় না, আমরা আয়নার সামনে লেখা উল্টো দিকে ধরি তাই উল্টো দেখায়।

নির্বাচিত করেছেন
+4 টি ভোট

এরকম আরও প্রশ্ন

easoyeb (1.2k পয়েন্ট) 8 জানুয়ারি প্রশ্ন করেছেন
আরবি সংখ্যা কেন বাম দিক থেকে লেখা হয়?
+4 টি ভোট
1 টি উত্তর

225 টি প্রশ্ন

217 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...