avatar
+৩ টি ভোট

আইপিএস (IPS) এবং ইউপিএস (UPS) এর মধ্যে পার্থক্য কি?

আইপিএস এবং ইউপিএস উভয়ই বিদ্যুৎ না থাকলে সেসময় বিদ্যুৎ সাপ্লাই অব্যাহত রাখে। তাহলে এদের মধ্যে পার্থক্য মূলত কোন জায়গায়।

1 টি উত্তর

avatar
+২ টি ভোট

আইপিএস এবং ইউপিএস দুটি ভিন্ন ধরনের পাওয়ার প্রটেকশন সিস্টেম। অর্থাৎ এদের বিদ্যুৎ বিভ্রাটের সময় পাওয়ার সরবরাহ নিশ্চিত করতে ব্যবহার করা হয়।


আইপিএস (IPS) - এর পূর্ণরূপ হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। এটা বিদ্যুৎ বিভ্রাটের সময় নিরবিচ্ছিন্ন পাওয়ার সরবরাহের জন্য ডিজাইন করা হয়েছে। আইপিএস সাধারণত ছোট এবং সহজে বহনযোগ্য হয়। আইপিএস মূলত বিদ্যুৎ বিভ্রাটের সময় কয়েক মিনিটের জন্য পাওয়ার সরবরাহ করে, যাতে সাপ্লাই এর সাথে সংযুক্ত যন্ত্রগুলো নিরাপদে বন্ধ করার মত যথেষ্ট সময় পাওয়া যায়।


ইউপিএস (UPS) - এর পূর্নরূপ হলো আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। অর্থাৎ এটি বিদ্যুৎ বিভ্রাটের সময়ও নিরবিচ্ছিন্ন পাওয়ার সরবরাহ অব্যাহত রাখে। ইউপিএস সাধারণত ভিন্ন ভিন্ন সাইজ এবং ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে এবং কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত ব্যাকাপ পাওয়ার সরবরাহ করতে পারে। ইউপিএস সাধারণত সার্ভার এবং মেডিকেল ডিভাইসের মতো গুরুত্বপূর্ন সরঞ্জামের সাথে ব্যবহার করা হয়।


সংক্ষেপে বলতে গেলে আইপিএস অল্প সময়ের জন্য তাৎক্ষণিক পাওয়ার সরবরাহ করে যাতে সংযুক্ত সরঞ্জামগুলো নিরাপদে শাট ডাউন করা যায়। অপরদিকে ইউপিএস গুরুত্বপূর্ন সরঞ্জাম সচল রাখতে দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্ন পাওয়ার সরবরাহ অব্যাহত রাখে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৫ টি ভোট
ওয়ারেন্টি এবং গ্যারান্টি এর মধ্যে পার্থক্য কি?
কোনো পণ্যে ওয়ারেন্টি এর উল্লেখ দেখা যায় আবার কোনো পণ্যে গ্যারান্টি এর উল্লেখ দেখা যায়। এই দুটি কি একই নাকি ভিন্ন? ভিন্ন হলে এদের পার্থক্য কি?

টি উত্তর
avatar
+২ টি ভোট
পয়জন (poison) এবং ভেনম (venom) এর মধ্যে পার্থক্য কি?
প্রায়শই এরকম শুনে থাকি যে কোনো কোনো গাছের ফল কিংবা কীট-পতঙ্গ কিংবা সাপ পয়জনাস আবার কোনগুলো ভেনোমাস। ইংরেজি থেকে পয়জনাস এবং ভেনমাস উভয়ের অর্থ করলে বিষাক্ত পাওয়া যায়। এদের মধ্যে কোনো পার্থক্য আছে?
avatar
+৩ টি ভোট
বিট এবং বাইট এর মধ্যে পার্থক্য কি?
কোথাও ইন্টারনেট স্পিড এত মেগাবাইট কোথাও মেগাবিট! এই বিট এবং বাইট কি ভিন্ন দুটি ইউনিট? ভিন্ন হলে এদের মধ্যে পার্থক্য কি?
avatar
+৩ টি ভোট
32 বিট এবং 64 বিট প্রসেসর এর মধ্যে পার্থক্য কি?
ডিজিটাল ডিভাইস সেটা মোবাইল হোক কিংবা কম্পিউটার দেখা যায় যে কোনো ডিভাইজে 32 বিট প্রসেসর থাকে আবার কোনো ডিভাইজে 64 বিট প্রসেসর থাকে। এখন আমার প্রশ্ন হলো এদের মধ্যে পার্থক্য কি এবং কোনটি ভালো!
avatar
+২ টি ভোট
সিএনজি(CNG) এবং এলপিজি(LPG) এর মধ্যে পার্থক্য কি?
আমরা জানি যে সিএনজি এর পূর্ণরূপ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং এলপিজি এর পূর্ণরূপ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এরা উভয়ই জ্বালানি গ্যাস তাহলে এদের মধ্যে পার্থক্য কি? এদের কোনটিকে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়।

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...