avatar
+২ টি ভোট

পুরাতন স্মার্টফোন কেনার সময় কি কি চেক করা উচিত?

আমি পুরাতন ফোন কিনতে চাচ্ছি। এক্ষেত্রে পুরাতন ফোন কেনার আগে ক কি চেক করে নেওয়া উচিত আমার।

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট
পুরাতন ফোন কেনার আগে যে বিষয়টি সবার আগে বিবেচনা করা উচিত সেটা হলো যে ফোনটি কিনতে যাচ্ছেন সেটা আপনার রিকুয়ার্মেন্ট এর সাথে ফিট হয় কিনা। আপনি যেসব কাজ করবেন সেই ফোন দিয়ে সেগুলো ভালোভাবে করা যাবে কিনা এগুলো বিবেচনা করবেন সবার আগে। এর জন্য অনলাইনে সেই ফোনের স্পেসিফিকেশন চেক করে নিলে ভালো হয়। ফোনটি আপনার রিকুয়ার্মেন্ট পূর্ন করলে নিন্মোক্ত বিষয়গুলো চেক করে নিবেন।

পুরাতন ফোন কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এর ব্যাটারীতে। কারণ একটি ফোন পুরাতন হয়ে গেলে সবার আগে ব্যাটারীতেই ইস্যু দেখা যায়। এজন্য ফোনটি নেওয়ার আগে যথেষ্ট সময় চালিয়ে দেখুন যে ব্যাটারির পারফরম্যান্স ঠিক আছে কিনা।

ফোনের বয়সটাও অবশ্যই জেনে নিন। এক-দের বছরের বেশি বয়সের ফোন না কেনাই ভালো, বরং ফোনের অফিসিয়াল ওয়ারেন্টি এক-দুই মাস অবশিষ্ট থাকলে ভালো হয়, এতে ওয়ারেন্টি শেষ হবার আগেই ফোনে কোনো সমস্যা বের হলে ফ্রীতে ঠিক করে নিতে পারবেন।

এবার ফোনটি ভালোভাবে বাইরে থেকে দেখুন কোন স্ক্র্যাচ ভাঙ্গা ফাটা আছে কিনা এগুলো চেক করে নিন। বিশেষ করে ফোনে ঠিকঠাকভাবে চার্জ হয় কিনা চার্জিং পোর্টে সমস্যা আছে কিনা এগুলো ভালোভাবে চেক করে নিন।


ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশন এগুলো চেক করে নিন পুরাতন ফোনে অনেক সময় এগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এগুলো চেক করে নিলে পরে বিপদে পড়তে হবে না। সেই সাথে ক্যামেরাও চেক করে নিন ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোই। ফোনের সকল সেন্সর, ওয়াইফাই, ব্লুটুথ, স্পিকার সবগুলো চেক করতে পারবেন Phone Doctor Plus অ্যাপ ব্যবহার করে, এই অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন।

অনেক সময় আপনি যে ফোনটি কিনতে যাচ্ছেন সেটা চুরি করাও হতে পারে, এক্ষেত্রে পরে আপনি আইনি সমস্যায় পড়তে পারেন। তাই ফোন কেনার সময় ফোনের সাথে ফোনের বক্স আছে কিনা সেটা চেক করুন। বক্স থাকলে ফোনের আইএমইআই এর সাথে ফোন বক্সের আইএমইআই এর মিল আছে কিনা সেটাও চেক করে নিন। ফোনের বক্স না থাকলে সেই ফোন না কেনাই ভালো।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
কি কি উপায়ে স্মার্টফোন এর ব্যাটারি ভালো রাখা যেতে পারে?
স্মার্টফোন এর ব্যাটারি দির্ঘদিন ব্যবহার করতে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না?
avatar
+৪ টি ভোট
অ্যানড্রয়েড ফোনের ডেভেলপার অপশন কি? কিভাবে এটি চালু করা যায়?
ডেভলপার অপশন চালু করার এমন একটা উপায় বলুন যেটা সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কার্যকর হবে।
avatar
+৪ টি ভোট
স্মার্টফোন দিয়ে DSLR মোডে ফটো তুলবো কিভাবে?
আজকাল DSLR ক্যামেরা ছাড়াই হাতে থাকা স্মার্টফোন দিয়েই DSLR এর মত (ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে) ফটো তোলা যায়। তো, স্মার্টফোন দিয়ে এইরকম ফটো তুলবো কিভাবে?
avatar
+৩ টি ভোট
এখন স্মার্টফোন গুলোতে একাধিক ক্যামেরা থাকে কেন?
আগের দিনে স্মার্ট ফোনগুলোতে সাধারণত একটি ক্যামেরা দেখা যত কিন্তু বর্তমানে ফোন গুলোতে দেখা যায় একটির বেশি দুইটি তিনটি এবং চারটি ক্যামেরা পর্যন্ত থাকে। আচ্ছা এই একাধিক ক্যামেরা দেওয়ার কারণটা কি?
avatar
+৪ টি ভোট
স্মার্টফোন সারারাত চার্জ করলে কি কোনো সমস্যা হয়?
আমি প্রতিদিন ঘুমানোর আগে আমার ফোন চার্জে লাগিয়ে ঘুমাই। ৭-৮ ঘণ্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠে ফোন চার্জ থেকে খুলি। প্রতিনিয়ত এমন করার ফলে লং টাইমে ফোনের কোনো সমস্যা হবে কি?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...