রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম

প্রশ্ন-উত্তর করে ইনকাম করুন!

এখন থেকে টিডি বাংলা'য় প্রশ্ন উত্তর করে অর্জিত পয়েন্ট উইথড্র করে পেমেন্ট নিতে পারবেন।

(820 পয়েন্ট)
9 বার দেখা হয়েছে
এই প্রশ্নের উত্তর এ প্রক্সি যুদ্ধের বিষয়ে বলা হয়েছে। প্রক্সি যুদ্ধ মূলত কি?
এই প্রশ্নের উত্তরের সাথে সম্পর্কিতঃ: স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার বলতে কি বোঝায়?
+2 টি ভোট

1 টি উত্তর

(943 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

প্রক্সি যুদ্ধকে এক প্রকারের পরোক্ষ যুদ্ধ বলা যেতে পারে। যেখানে দুইটি দেশ সরাসরি কোন যুদ্ধে অংশগ্রহণ করে না বরং যুদ্ধকে অস্বীকার করে কিন্তু অপরদিকে অন্য দুইটি দেশকে ব্যবহার করে তাদের যুদ্ধ পরিচালনা করে। 

প্রক্সি যুদ্ধের উৎপত্তি মূলত স্নায়ুযুদ্ধ থেকেই শুরু হয়। যেখানে দুই দেশ যদিও সরাসরি যুদ্ধ করে না তবে তাদের মিত্র দেশগুলো যদি একে অপরের সাথে যুদ্ধে জড়িত হয় তাহলে তারা নিজ নিজ মিত্র দেশের পক্ষ নেয় এবং আর্থিক, মিলিটারি এবং অন্যান্য বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বেশ কয়েকটি প্রক্সি যুদ্ধ দেখা যায়। যেগুলোর কয়েকটি নিচে দেওয়া হল। 
  • ভিয়েতনাম যুদ্ধ (১৯৫৪-১৯৭৫): ভিয়েতনামের এই যুদ্ধ সংঘটিত হয় উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম এই দুই পক্ষের মধ্যে যেখানে উত্তর ভিয়েতনামের সঙ্গ দেয় সোভিয়েত ইউনিয়ন এবং চীন অপরদিকে দক্ষিণ ভিয়েতনামের সঙ্গ দেয় আমেরিকা। 
  • ইরাক ইরান যুদ্ধ (১৯৮০-১৯৮৮): ইরাক ইরানের যুদ্ধও একটি প্রক্সি যুদ্ধ ছিল। যেখানে একাধিক দেশ যুক্ত ছিল। যেখানে ইরাকের সাপোর্টে ছিল প্রধানত সৌদি আরব, কুয়েত অন্যান্য আরব দেশ অন্যদিকে ইরানের সাপোর্টে ছিল প্রধানত সিরিয়া লিবিয়া এবং অন্যান্য মিত্র দেশ।
+3 টি ভোট

সম্প্রতি উত্তরিত প্রশ্ন সমুহ

159 টি প্রশ্ন

153 টি উত্তর

24 টি মন্তব্য

21 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...