avatar
+2 টি ভোট

পয়জন (poison) এবং ভেনম (venom) এর মধ্যে পার্থক্য কি?

প্রায়শই এরকম শুনে থাকি যে কোনো কোনো গাছের ফল কিংবা কীট-পতঙ্গ কিংবা সাপ পয়জনাস আবার কোনগুলো ভেনোমাস। ইংরেজি থেকে পয়জনাস এবং ভেনমাস উভয়ের অর্থ করলে বিষাক্ত পাওয়া যায়। এদের মধ্যে কোনো পার্থক্য আছে?

1 টি উত্তর

avatar
+3 টি ভোট

ভেনম এবং পয়জন উভয়ই বিষাক্ত পদার্থ যা ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারে। সাধারণভাবে দেখলে উভয়ই বিষ হলেও এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য আছে।


পয়জন:

পয়জন সেগুলোকে বলা হয় যেগুলো খাওয়া হলে, নিশ্বাসের সাথে নিলে, ত্বক কতৃক শোষিত বা যে কোনো ভাবে শরীরে গেলেই ক্ষতি সাধন করে। পয়জন সাধারণত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কোনো উদ্ভিদ, প্রাণী বা জীবের মধ্যে উৎপাদিত হয়। পয়জনের মূল উদ্দেশ্য জীবকে থেকে রক্ষা করা।


ভেনম:

ভেনম সেগুলোকে বলা হয় যেগুলো শুধু জীবের শরীরে ইনজেক্ট হলে তবেই জীবের ক্ষতি সাধন করে। ভেনম ত্বকে লাগালে কিংবা পেটে গেলে কোনো ক্ষতি করতে পারে না যদি না স্পর্শ করা স্থানে কোনো কাটা বা ঘা না থাকে। ভেনম পেটে গেলে যদি পেটের মধ্যে কোনো ঘা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কেননা আমাদের পাকস্থলী ভেনম হজম করতে সক্ষম। ভেনম নির্দিষ্ট কিছু বিষাক্ত প্রাণী যেমন সাপ, মাকড়সা, বিচ্ছু এবং কিছু পোকামাকড় কতৃক উৎপাদিত হয়। ভেনম উৎপাদনকারী জীব ভেনমকে মূলত দুই উদ্দেশ্যে ব্যবহার করে। জীব শিকার করার পাশাপাশি সম্ভাব্য হুমকি এবং শিকারীর থেকে আত্মরক্ষার জন্যেও ভেনম ব্যবহার করে।

এরকম আরও প্রশ্ন

avatar
+5 টি ভোট
ওয়ারেন্টি এবং গ্যারান্টি এর মধ্যে পার্থক্য কি?
কোনো পণ্যে ওয়ারেন্টি এর উল্লেখ দেখা যায় আবার কোনো পণ্যে গ্যারান্টি এর উল্লেখ দেখা যায়। এই দুটি কি একই নাকি ভিন্ন? ভিন্ন হলে এদের পার্থক্য কি?
0 টি উত্তর
avatar
+3 টি ভোট
আইপিএস (IPS) এবং ইউপিএস (UPS) এর মধ্যে পার্থক্য কি?
আইপিএস এবং ইউপিএস উভয়ই বিদ্যুৎ না থাকলে সেসময় বিদ্যুৎ সাপ্লাই অব্যাহত রাখে। তাহলে এদের মধ্যে পার্থক্য মূলত কোন জায়গায়।
avatar
+3 টি ভোট
বিট এবং বাইট এর মধ্যে পার্থক্য কি?
কোথাও ইন্টারনেট স্পিড এত মেগাবাইট কোথাও মেগাবিট! এই বিট এবং বাইট কি ভিন্ন দুটি ইউনিট? ভিন্ন হলে এদের মধ্যে পার্থক্য কি?
avatar
+3 টি ভোট
32 বিট এবং 64 বিট প্রসেসর এর মধ্যে পার্থক্য কি?
ডিজিটাল ডিভাইস সেটা মোবাইল হোক কিংবা কম্পিউটার দেখা যায় যে কোনো ডিভাইজে 32 বিট প্রসেসর থাকে আবার কোনো ডিভাইজে 64 বিট প্রসেসর থাকে। এখন আমার প্রশ্ন হলো এদের মধ্যে পার্থক্য কি এবং কোনটি ভালো!
avatar
+2 টি ভোট
সিএনজি(CNG) এবং এলপিজি(LPG) এর মধ্যে পার্থক্য কি?
আমরা জানি যে সিএনজি এর পূর্ণরূপ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং এলপিজি এর পূর্ণরূপ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এরা উভয়ই জ্বালানি গ্যাস তাহলে এদের মধ্যে পার্থক্য কি? এদের কোনটিকে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়।

242 টি প্রশ্ন

234 টি উত্তর

28 টি মন্তব্য

34 জন সদস্য

সাম্প্রতিক ব্যাজ সমুহ

easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
...