ভেনম এবং পয়জন উভয়ই বিষাক্ত পদার্থ যা ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারে। সাধারণভাবে দেখলে উভয়ই বিষ হলেও এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য আছে।
পয়জন সেগুলোকে বলা হয় যেগুলো খাওয়া হলে, নিশ্বাসের সাথে নিলে, ত্বক কতৃক শোষিত বা যে কোনো ভাবে শরীরে গেলেই ক্ষতি সাধন করে। পয়জন সাধারণত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কোনো উদ্ভিদ, প্রাণী বা জীবের মধ্যে উৎপাদিত হয়। পয়জনের মূল উদ্দেশ্য জীবকে থেকে রক্ষা করা।
ভেনম সেগুলোকে বলা হয় যেগুলো শুধু জীবের শরীরে ইনজেক্ট হলে তবেই জীবের ক্ষতি সাধন করে। ভেনম ত্বকে লাগালে কিংবা পেটে গেলে কোনো ক্ষতি করতে পারে না যদি না স্পর্শ করা স্থানে কোনো কাটা বা ঘা না থাকে। ভেনম পেটে গেলে যদি পেটের মধ্যে কোনো ঘা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কেননা আমাদের পাকস্থলী ভেনম হজম করতে সক্ষম। ভেনম নির্দিষ্ট কিছু বিষাক্ত প্রাণী যেমন সাপ, মাকড়সা, বিচ্ছু এবং কিছু পোকামাকড় কতৃক উৎপাদিত হয়। ভেনম উৎপাদনকারী জীব ভেনমকে মূলত দুই উদ্দেশ্যে ব্যবহার করে। জীব শিকার করার পাশাপাশি সম্ভাব্য হুমকি এবং শিকারীর থেকে আত্মরক্ষার জন্যেও ভেনম ব্যবহার করে।
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য