avatar
+৪ টি ভোট

পুরনো ছবি ঠিক করবো কিভাবে?

আমার কিছু পুরনো ছবি আছে যেগুলো এখন অস্পসষ্ট, ঝাপসা। আমি এগুলো ঠিক করতে চাই। এমন কোন টুল আছে যেটা দিয়ে সেই ফটো গুলো ঠিক করা যাবে?

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট

ব্লার, নয়েজ ফটো এনহেন্স করার জন্য বর্তমানে অনেক টুলস উপলব্ধ আছে। যেমন সবচেয়ে কমন ফটো এডিটিং সফটওয়্যার এডোবি ফটোশপ দিয়েই ফটো এনহেন্স এর কাজ করা যায়। ফটোশপের মাধ্যমে এনহেন্স করতে হলে ফটোশপের উপরে কিছুটা হলেও দক্ষতা থাকতে হবে। তবে এমনও কিছু টুল পাওয়া যায় যেগুলোর মাধ্যমে বিনা দক্ষতায় কয়েকটা ক্লিক এই কাজ করে নিতে পারবেন।

 

নিচে এমনই একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এর সম্পর্কে বলতেছি যে এটার মাধ্যমে খুব সহজে আপনি আপনার ফটোকে এনহেন্স করতে পারবেন। অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাবে। অ্যাপ এর নাম হলো "Remini"


অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন। প্রথমবারের মতো যেসব পারমিশন লাগে এগুলো দিয়ে দিন। এবার একটি ফটো সিলেক্ট করুন যেটা আপনি এনহেন্স করতে চাচ্ছেন। এবং "Enhance" বাটনে ক্লিক করুন। 

image

এবার আপনাকে তারা একটি এড দেখাবে। একটি দেখে শেষ পর্যন্ত দেখে ক্লোজ করে দিন। এড দেখার কিছুক্ষণ পরে আপনার ফটোটি ইনহেন্স হয়ে যাবে এবং আপনি রেজাল্ট দেখতে পাবেন। 

image

এবার ফটোটি আপনি সেভ করে নিতে পারবেন উপরের ডান পাশে থাকা ডাউনলোড আইকনটির উপরে ক্লিক করে। 


এভাবে খুব সহজে আপনার যেকোন ফটোকে এনহেন্স করতে পারবেন হাতে থাকা স্মার্টফোন টির মাধ্যমেই।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
ফটো এডিটিং এর জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো হবে?
স্মার্ট ফোনে ফটো এডিটিং এর জন্য কি কি অ্যাপস আছে। এগুলোর মধ্যে কোনটি ব্যবহার করা সবচেয়ে ভালো হয়।
avatar
+৪ টি ভোট
এপিআই (API) কাকে বলে?
এপিআই (API) কি? সহজ উপায়ে এপিআই সম্পর্কে জানতে চাই। কি কাজের জন্য মূলত এপিআই ব্যবহার করা হয়?
avatar
+৪ টি ভোট
ইউটিউবে ওয়াচ টুগেদার (Watch Together) ব্যাবহার করবো কিভাবে?
ওয়াচ টুগেদার মোড ব্যাবহার করে কল চলাকালীন সময় কারো সাথে একসাথে মিলে ভিডিও দেখতে পারি। কিন্তু ইউটিউবে আমি এরকম কোন সিস্টেম পেলাম না। ইউটিউব এর জন্য কোন উপায় আছে কি?
avatar
+২ টি ভোট
নিচের কোনটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম?

নিচের কোনটি একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম?

  • ক) মাইক্রোসফট অফিস
  • খ) অ্যাডোব ফটোশপ
  • গ) macos
  • ঘ) মাইক্রোসফট এক্সেল
avatar
+৩ টি ভোট
কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম কোনটি?
কম্পিউটারের বহুল ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম কোনটি? 

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...