ম্যান্ডারিন চীনা (Mandarin Chinese) ভাষা হলো পৃথিবীর সবচেয়ে কঠিনতম ভাষা। প্রায় ১.৩ বিলিয়ন মানুষের মাতৃভাষা হওয়া স্বত্তেও ম্যান্ডারিন হলো পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা।
ম্যান্ডারিন ভাষাতে প্রায় হাজারের ও বেশি অক্ষর (Character) আছে যা এই ভাষাকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা। এবং এই প্রত্যেক টি অক্ষর কে আলাদা ভাবে মনে রাখতে হয়। যার কারনে ম্যান্ডারিন ভাষার বাচ্চাদেরও এই ভাষা পড়তে ও লিখতে শিখতে সময় লাগে প্রায় ৬ বছর। ম্যান্ডারিন শব্দ ডিকশনারিতে খোজাকে চিনে একধরনের স্কিল হিসেবে ধরা হয়। ম্যান্ডারিন ভাষা কঠিন হওয়ার আরো একটি কারন হলো এটি একটি "টোন ল্যাংগুয়েজ"। যার মানে ম্যান্ডারিনে একটি শব্দের চারটি বা তারও বেশি অর্থ থাকতে পারে। শুধু একটু সামান্য উচ্চারনের পার্থক্যে অর্থ পরিবর্তন।
আরবি আরব আফ্রিকার অত্যান্ত জনপ্রিয় একটি ভাষা। এটি ২৬টি দেশের অফিশিয়াল ভাষা এবং প্রায় ৩০০ মিলিয়ন মানুষ আরবিতে কথা বলে। আরবি ভাষায় আছে অসংখ্য ডাইলেক্ট (dialects) বা উপভাষা। এর ফলে শুধু "উট" শব্দেরই প্রায় ২০০ সমর্থক শব্দ আছে। আরবি ভাষা ডান থেকে বামে লেখা হয়। আরবি ভাষার উচ্চারন অনেক কঠিন। আরবি ভাষাতে এমন কিছু কিছু উচ্চারন আছে যেগুলোর বাকি ভাষাতে কোন অস্তিত্ব নেই। এর বিপরীতে আরবি ভাষাতে বেশ কিছু বর্ণের উচ্চারন অনুপস্থিত। যেমন, প, ট, চ, ভ এসব বাংলা বর্ণের কোন উচ্চারন আরবিতে নেই।