রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম

প্রশ্ন-উত্তর করে ইনকাম করুন!

এখন থেকে টিডি বাংলা'য় প্রশ্ন উত্তর করে অর্জিত পয়েন্ট উইথড্র করে পেমেন্ট নিতে পারবেন।

(820 পয়েন্ট)
8 বার দেখা হয়েছে
আমরা জানি যে সমুদ্রের পানি লবণাক্ত। কিন্তু সমুদ্র বাদে পৃথিবীর অন্যান্য প্রায় সকল জায়গার পানি লবণাক্ত নয়। সমুদ্রের প্রতি লিটার পানিতে প্রায় ৩৫ গ্রাম লবন আছে। আমার প্রশ্ন হলো এত লবন কিভাবে এলো সমুদ্রে?
+1 টি ভোট

1 টি উত্তর

(1.2k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

শুনতে আজব মনে হলেও মমুদ্রের প্রায় সকল লবণ পৃথিবীর স্থলজ ভূমি থেকে নদীর মাধ্যমে সমুদ্রে পৌঁছেছে। আমরা জানি যে ভূমি এবং পাথরের মধ্যে অনেক খনিজ পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। বৃষ্টিপাত পৃথিবীর পৃষ্ঠ থেকে খনিজ পদার্থগুলোকে দ্রবীভূত করে এবং নদীতে নিয়ে যায়, যা শেষ পর্যন্ত সমুদ্রে প্রবাহিত হয়।


আমরা জানি যে পানিচক্রে বৃষ্টির পানি সমুদ্রে পৌঁছায় এবং সমুদ্র থেকে বাষ্পীভূত হয়ে পুনরায় মেঘ থেকে বৃষ্টি হয়। আর যেহেতু পানিতে থাকা লবণ পানির সাথে বাষ্পীভূত হয় না তাই ভূমি থেকে সমুদ্রে পৌঁছানো লবণ সমুদ্রেই থেকে যায়। এভাবে লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের লবণ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। সমুদ্রে লবণ বৃদ্ধির এই প্রক্রিয়া অনেক ধীর একটি প্রক্রিয়া। এটি অনুমান করা হয় যে গত ৬০০ মিলিয়ন বছরে সমুদ্রে থাকা বর্তমান লবণের প্রায় ৩০% লবণ সমুদ্রে যোগ হয়েছে।


সমুদ্রের পানিতে সবচেয়ে বেশি যে লবণ পাওয়া যায় তা হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl) যা সমুদ্রের মোট লবণের প্রায় ৮৫%। অল্প পরিমাণে উপস্থিত অন্যান্য লবণের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড (MgCl2), ম্যাগনেসিয়াম সালফেট (MgSO4), ক্যালসিয়াম সালফেট (CaSO4) এবং পটাসিয়াম ক্লোরাইড (KCl)।

+2 টি ভোট

সম্প্রতি উত্তরিত প্রশ্ন সমুহ

159 টি প্রশ্ন

153 টি উত্তর

24 টি মন্তব্য

21 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...