এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রিত মোবাইল ফোনটি কোন কোম্পানির তৈরি এবং সেটার মডেল কি?
সবচেয়ে বেশি বিক্রিত মোবাইল ফোন টি হলো নকিয়া এর তৈরি একটি বার ফোন যেটা Nokia 1100 নামে পরিচিত। নকিয়া'র ১১০০ মডেলের এই ফোনটি বাজারে আসে ২০০৩ সালে এবং বিশ্বজুড়ে এটি প্রায় ২৫০ মিলিয়ন (বা ২৫ কোটিরও) বেশি বিক্রি হয়। এর পরের সবচেয়ে বেশি বিক্রিত ফোনটিও হলো নকিয়া'রই তৈরি আরো একটি ফোন Nokia 1110 । এটি বাজারে আসে ২০০৫ সালে এবং গোটা পৃথিবীতে প্রায় ২৪৭ মিলিয়নের অধিক বিক্রি হয়।
এখানে আমি উইকিপিডিয়ার একটা আর্টিকেল দিলাম যেখান থেকে দেখে নিতে পারেন আরো অনেক ফোনের ইনফরমেশন।
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য