avatar
+৩ টি ভোট

কোন মোবাইল ফোন মডেল এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হয়েছে?

এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রিত মোবাইল ফোনটি কোন কোম্পানির তৈরি এবং সেটার মডেল কি?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

সবচেয়ে বেশি বিক্রিত মোবাইল ফোন টি হলো নকিয়া এর তৈরি একটি বার ফোন যেটা Nokia 1100 নামে পরিচিত। নকিয়া'র ১১০০ মডেলের এই ফোনটি বাজারে আসে ২০০৩ সালে এবং বিশ্বজুড়ে এটি প্রায় ২৫০ মিলিয়ন (বা ২৫ কোটিরও) বেশি বিক্রি হয়। এর পরের সবচেয়ে বেশি বিক্রিত ফোনটিও হলো নকিয়া'রই তৈরি আরো একটি ফোন Nokia 1110 । এটি বাজারে আসে ২০০৫ সালে এবং গোটা পৃথিবীতে প্রায় ২৪৭ মিলিয়নের অধিক বিক্রি হয়।


এখানে আমি উইকিপিডিয়ার একটা আর্টিকেল দিলাম যেখান থেকে দেখে নিতে পারেন আরো অনেক ফোনের ইনফরমেশন।

avatar
আর স্মার্টফোনের মধ্যে কোন মধ্যে কোন মডেল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে
+১

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
এখন পর্যন্ত সবচেয়ে বেশি বার দেখা ইমেজ কোনটি?
আমরা তো প্রতিদিন সোশ্যাল মিডিয়ায়/ইন্টারনেটে অনেক পিকচার/ইমেজ দেখি। তো আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এখন পর্যন্ত কোন পিকচার/ইমেজ সবচেয়ে বেশি বার দেখা হয়েছে?
avatar
+৩ টি ভোট
সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোন গেম?
সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোন গেম।
avatar
+৪ টি ভোট
ফ্লাইট মোডে কি ফোন দ্রুত চার্জ হয়?
একটা কথা প্রয়ই শুনি যে ফ্লাইট মোড'এ ফোন চার্জ করলে দ্রুত ফোন চার্জ হয়ে যায়। এই কথাটা কি আদৌও সত্য?
avatar
+৩ টি ভোট
সবচেয়ে বেশি আইএমডিবি রেটিং প্রাপ্ত মুভি কোনগুলো?
কোন মুভি সবচেয়ে বেশি আইএমডিবি রেটিং পেয়েছে? মভিটি কত সালে মুক্তি পেয়েছিলো? আর কি কি মুভি আছে এই লিস্টে? আর মুভি গুলোর ডিরেক্টর কে?
avatar
+৪ টি ভোট
ফটো এডিটিং এর জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো হবে?
স্মার্ট ফোনে ফটো এডিটিং এর জন্য কি কি অ্যাপস আছে। এগুলোর মধ্যে কোনটি ব্যবহার করা সবচেয়ে ভালো হয়।

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
...