রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 154 বার দেখা হয়েছে
বৈদুতিক টেস্টার কিভাবে কাজ করে? টেস্টার ব্যবহার এর সময় আমরা শক পাইনা কেন?
+3 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

ইলেকট্রিসিটি টেস্টার যা নিয়ন টেস্টার এবং ভোল্টেজ টেস্টার নামেও পরিচিত। এটি একটি নিরাপত্তা ডিভাইজ যা বিদ্যুতের উপস্থিতি পরীক্ষা করতে ব্যবহার করা হয়। সাধারণত আমরা যেসব টেস্টার ব্যবহার করি সেগুলো কিভাবে কাজ করে তা সংক্ষেপে নিচে বলা হলো।

image

আমরা টেস্টারের নিচের প্রান্তে যে ধাতব প্রব বা রড দেখতে পাই সেটা টেস্টারের ভিতরে একটি উচ্চ মানের রেজিস্টর এবং একটি নিয়ন বাল্ব এর এক প্রান্তের সাথে সিরিজে সংযুক্ত থাকে। বাল্ব এর অপর প্রান্ত টেস্টার এর উপরের দিকে থাকা ধাতব টিপ এ সংযুক্ত থাকে। আমরা যখন testar এর ধাতব রড লাইভ তারে স্পর্শ করাই এবং ধাতব টিপ আঙ্গুল দিয়ে স্পর্শ করি তখন লাইভ ওয়্যার থেকে বিদ্যুৎ ধাতব রড হয়ে বাল্ব এর মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবাহিত হয় এবং বাল্ব জ্বলে ওঠে। টেস্টার এর মধ্যে থাকা রেজিস্টর বাল্ব এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এর মাত্রা কম রাখে যাতে ব্যবহারকারীকে ইলেকট্রিক শক না লাগে।

নির্বাচিত করেছেন
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...