avatar
+৩ টি ভোট

সিলিং ফ্যান ঘুরিয়ে দিলে তবেই চালু হচ্ছে কারণ কি?

সিলিং ফ্যান ম্যানুয়ালি ঘুরিয়ে দিলে তবেই ঘুরতে শুরু করছে, এর কারণ কি? এবং সমাধান কি!

1 টি উত্তর

avatar
+২ টি ভোট

সিলিং ফ্যান, অন্য যে কোনো ফ্যান নিজে থেকে চালু না হলে এবং বাইরে থেকে বল প্রয়োগ করে ঘুরিয়ে দিলে তবেই যদি চালু হয় সেক্ষেত্রে ফ্যানের দুই ধরনের সমস্যা হতে পারে।


  1. বিয়ারিং জ্যামঃ ফ্যানের বিয়ারিং জ্যাম হলে এ ধরনের সমস্যা হতে পারে। জ্যাম হওয়ার ফলে ফ্যানের রোটরের স্থিতি ওভারকাম করে ঘুরতে শুরু করতে সাধারণের তুলনায় অনেক বেশি টর্ক (ঘূর্ণন বল) প্রয়োজন হয় যা ফ্যান নিজে থেকে উৎপন্ন করতে না পারায় শুরুতে নিজে থেকে ঘুরতে পারে না, ফলে বাইরে থেকে বল প্রয়োগ করলে রোটর তার স্থিতি ওভারকাম করে ঘুরতে শুরু করে।
  2. ক্যাপাসিটরের সমস্যাঃ ক্যাপাসিটর দুর্বল হলে, নষ্ট হলে কিংবা কানেকশন এ সমস্যা হলেও এমন সমস্যা হতে পারে। সিলিং ফ্যান এর মোটর মূলত এক ধরনের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আর আমরা জানি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং মোটর নয়, একে সেলফ স্টার্টিং করার জন্যই মূলত এতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তাই ক্যাপাসিটরের সমস্যা হলে এর সেলফ স্টার্টিং ক্যাপাবিলিটি না থাকায় একে বাইরে থেকে বল প্রয়োগ করে ঘুরিয়ে দিলে তবেই ঘুরতে শুরু করে।
avatar

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
টেবিল ফ্যান ক্লকওয়াইজ কিন্তু সিলিং ফ্যান অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কেন?

image

টেবিল ফ্যান এবং সিলিং ফ্যান উভয়ই ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন এর মাধ্যমে কাজ করে। তাহলে টেবিল ফ্যান ক্লকওয়াইজ ঘুরলেও সিলিং ফ্যান অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কেন? এর পিছনে কারণ মূলত কি?

avatar
+৩ টি ভোট
রেগুলেটর ব্যবহার করে ফ্যান ধীরে চালালে বিদ্যুৎ খরচ কম হয়?
আমরা সাধারণত বাসাবাড়িতে সিলিং ফ্যানের গতি নিয়ন্ত্রণের জন্য যে রেগুলেটর ব্যবহার করি সেটা ব্যবহার করে ফ্যান ধীরে চালালে কি বিদ্যুৎ খরচ কম হয়?
avatar
+৪ টি ভোট
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ অনেক হাই ভোল্টেজে ট্রান্সমিট করার কারণ কি?
সাধারণত 11KV তে বিদ্যুৎ উৎপাদনের পর ট্রান্সমিশনের সময় ভোল্টেজ অনেক হাই করে ট্রান্সমিট করা হয়। এই উচ্চ ভোল্টেজে ট্রান্সমিট করার পিছনে মূল কারণ কি?
avatar
+৪ টি ভোট
ফোনের ডার্ক মোড অথবা নাইট মোড সবসময় চালু রাখলে কি ফোনের কোনো সমস্যা হবে?
আমি যদি সবসময় ফোন ডার্ক মোডে ব্যবহার করি তাহলে ফোনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে?
avatar
+৪ টি ভোট
চ্যাট জিপিটি (ChatGPT) কি? কি কারনে চ্যাট জিপিটি এত জনপ্রিয় হচ্ছে?
বর্তমান সময়ে চ্যাট জিপিটি অনেক আলোচিত একটি টপিক। এই চ্যাট জিপিটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এবং কি করনে চ্যাট জিপিটি অনেক জনপ্রিয় হয়ে উঠলো?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
...