সিলিং ফ্যান, অন্য যে কোনো ফ্যান নিজে থেকে চালু না হলে এবং বাইরে থেকে বল প্রয়োগ করে ঘুরিয়ে দিলে তবেই যদি চালু হয় সেক্ষেত্রে ফ্যানের দুই ধরনের সমস্যা হতে পারে।
বিয়ারিং জ্যামঃ ফ্যানের বিয়ারিং জ্যাম হলে এ ধরনের সমস্যা হতে পারে। জ্যাম হওয়ার ফলে ফ্যানের রোটরের স্থিতি ওভারকাম করে ঘুরতে শুরু করতে সাধারণের তুলনায় অনেক বেশি টর্ক (ঘূর্ণন বল) প্রয়োজন হয় যা ফ্যান নিজে থেকে উৎপন্ন করতে না পারায় শুরুতে নিজে থেকে ঘুরতে পারে না, ফলে বাইরে থেকে বল প্রয়োগ করলে রোটর তার স্থিতি ওভারকাম করে ঘুরতে শুরু করে।
ক্যাপাসিটরের সমস্যাঃ ক্যাপাসিটর দুর্বল হলে, নষ্ট হলে কিংবা কানেকশন এ সমস্যা হলেও এমন সমস্যা হতে পারে। সিলিং ফ্যান এর মোটর মূলত এক ধরনের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আর আমরা জানি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং মোটর নয়, একে সেলফ স্টার্টিং করার জন্যই মূলত এতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তাই ক্যাপাসিটরের সমস্যা হলে এর সেলফ স্টার্টিং ক্যাপাবিলিটি না থাকায় একে বাইরে থেকে বল প্রয়োগ করে ঘুরিয়ে দিলে তবেই ঘুরতে শুরু করে।