avatar
+৩ টি ভোট

এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায়?

বিভিন্ন মেসেজিং অ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন উল্লেখ করা থাকে, এই এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায় এবং এর কাজ কি?

1 টি উত্তর

avatar
+২ টি ভোট
এন্ড টু এন্ড এনক্রিপশন একটি নিরাপদ কমিউনিকেশন ব্যবস্থা যাতে তথ্য উৎসে এনক্রিপ্ট করে তারপর পাঠানো হয় এবং তথ্য গ্রাহকের কাছে পৌঁছানোর পর পুনরায় ডিক্রিপ্ট করা হয়, যা দুই বা ততোধিক পক্ষের মধ্যে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করে।

প্রথাগত সাধারণ যোগাযোগ ব্যবস্থায় কোনো ইমেইল বা মেসেজিং অ্যাপ এর মাধ্যমে পাঠানো তথ্য একাধিক সার্ভারের মাধ্যমে তবেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছায়। এরই মাঝে তথ্য পুরো রাস্তা পারি দেবার আগে কেউ প্রেরিত তথ্য দেখে নেবার সম্ভাবনা থাকে, যা মোটেও কাম্য নয়। এই সমস্যারই সমাধান করে এন্ড টু এন্ড এনক্রিপশন সিস্টেম। এন্ড টু এন্ড এনক্রিপশন এর ক্ষেত্রে সেটা প্রেরকের দিভাইজেই একটি ইউনিক কি এর মাধ্যমে এনক্রিপ্ট করা হয় এবং এই কি শুধুমাত্র প্রেরক এবং গ্রাহক এর কাছে থাকে। ফলে তথ্য গন্তব্যে পৌঁছানোর আগে অন্য কারো হাতে পৌঁছালেও তার কাছে সেই তথ্যের এনক্রিপশন কি না থাকায় সেটা তার কাছে অপঠনযোগ্য থাকে, ফলে তথ্য যে কোনো তৃতীয় পক্ষের থেকে সর্বদাই সুরক্ষিত থাকে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
বেটা সফটওয়্যার (Beta Software) বলতে কি বোঝায়?
অনেক সফটওয়্যার এর বেটা ভার্সন দেখা যায়। এই বেটা ভার্সন এর কাজ কি?
avatar
+৩ টি ভোট
ওপেন সোর্স বলতে কি বোঝায়?
ওপেন সোর্স কি? বিভিন্ন সফটওয়্যার এ দেখা যায় ওপেন সোর্স এই লেখাটি? ওপেন সোর্স দেওয়ার কারণ কি? ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার এর কি কোন সুবিধা আছে? কেন ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করবো?
avatar
+৪ টি ভোট
রোমিং বলতে কি বোঝায়?
অ্যান্ড্রয়েড ফোনের সিম সেটিংসে সহ বিভিন্ন জায়গায় রোমিং শব্দটি দেখতে পাই। এই রোমিং বলতে কি বোঝায়?
avatar
+৩ টি ভোট
নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়?
নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়? এর ব্যবহার কোথায়।
avatar
+৩ টি ভোট
কাঁচা লোহা বলতে কি বোঝায়?
অনেক সময়ই অনেক লোককে বলতে শোনা যায় যে এই ছু*রিটি কাঁচা লোহার তৈরি এতে ভালো ধার থাকবে না। আবার বইয়েও পড়েছি যে ইলেকট্রো-ম্যাগনেট তৈরির জন্য কাঁচা লোহার উপর পরিবাহী তারের কয়েল প্যাঁচানো হয়। এই কাঁচা লোহা বলতে কি বোঝানো হচ্ছে মূলত।

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
...