avatar
+৪ টি ভোট

পারদের ফ্রিজিং পয়েন্ট কত?

থার্মোমিটার'এ ব্যবহৃত পারদ (mercury) এর ফ্রিজিং পয়েন্ট কত? 

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট
পিওর পারদ এর ফ্রিজিং পয়েন্ট হলো নেগেটিভ 38.83 ডিগ্রি সেলসিয়াস (-38.83°C) বা নেগেটিভ 37.89 ডিগ্রি ফারেনহাইট (-37.89°F)।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
থার্মোমিটারে পারদ (mercury) ব্যবহার করা হয় কেন?
থার্মোমিটারে পারদ (mercury) ব্যবহার করা হয় কেন? পারদ ছাড়া আর অন্য কোন ধাতুও কি ব্যবহার হয়?
avatar
+২ টি ভোট
S.T.P বলতে কি বুঝায়? এর মান কত?

S.T.P এর পূর্ণরূপ হল Standard Temperature and Pressure। বাংলায় একে প্রমাণ উষ্ণতা/তাপমাত্রা ও চাপ বলা হয়। S.T.P হল এমন একটি মান যাতে গ্যাসের আচরণকে আদর্শ গ্যাসের আচরণের সাথে তুলনা করা যায়।


S.T.P এর মান গুলো হলঃ

  • তাপমাত্রাঃ 0°C বা 273.15 K
  • চাপঃ 1.013×10⁵Pa বা 1 atm
  • এক মোল গ্যাসের আয়তনঃ 22.414 L


S.T.P-এর মানগুলি নির্ধারণ করা হয়েছে গ্যাসের আচরণের উপর গবেষণার মাধ্যমে। এই মানগুলিতে গ্যাসের আচরণকে আদর্শ গ্যাসের আচরণের সাথে তুলনা করলে, গ্যাসের আচরণের সাথে সম্পর্কিত বিভিন্ন সূত্র এবং সমীকরণগুলির সঠিকতা বৃদ্ধি পায়।

avatar
+২ টি ভোট
সেলসিয়াস এবং ফারেনহাইটের আগে ডিগ্রী লেখা হয় কিন্তু কেলভিনের আগে লেখা হয়না কেন?

কেলভিন তাপমাত্রা স্কেলে ডিগ্রীতে পরিমাপ করা হয় না, কারণ এটি একটি পরম স্কেল। পরম স্কেলে, শূন্য বিন্দু হল তাপমাত্রার সর্বনিম্ন সম্ভাব্য মান। কেলভিন স্কেলে, শূন্য বিন্দু হল -273.15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই স্কেলে তাপমাত্রা শূন্যের নিচে যেতে পারেনা।


অপরদিকে সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রা স্কেলগুলিকে ডিগ্রীতে পরিমাপ করার কারণ হল তারা উভয়ই একটি নির্দিষ্ট তাপমাত্রা বিন্দুকে বেজ করে পরিমাপ করে, যেমন বরফের গলনাঙ্ক বা জলের স্ফুটনাঙ্ক। সেলসিয়াস স্কেলে, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে, বরফের গলনাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং জলের স্ফুটনাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট।


সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে ডিগ্রী ব্যবহারের আরেকটি কারণ হলো এটি ইন্ডিকেট করে যে এসব স্কেলে তাপমাত্রার মান নেগেটিভ হতে পারে।


মজার বিষয় হল, 1968 সালের আগে, ডিগ্রি চিহ্ন ("°") কেলভিনের সাথে ব্যবহার করা হত। ওজন এবং পরিমাপের সাধারণ সম্মেলন (General Conference on Weights and Measures - CGPM) কেলভিন একক থেকে ডিগ্রী অপসারণের সিদ্ধান্ত নেয় এবং আনুষ্ঠানিকভাবে কেলভিনকে তাপগতিগত তাপমাত্রার জন্য স্বতন্ত্র একক হিসাবে স্বীকৃতি দেয়।

avatar
+৩ টি ভোট
কালো রংয়ের কাপে চা কেন দ্রুত ঠান্ডা হয়?

সাদা বা অন্য যেকোন রংয়ের কাপে চা প‌রিবেশন করলে চায়ের তাপমাত্রা অনেকক্ষন স্থায়ী থাকে বা ‌ধীরে ধীরে ঠান্ডা হয়। কিন্তু কালো কাপে চা দ্রুত ঠান্ডা হয়ে যায়, ‌এটি কেন হয়?


image

avatar
+৪ টি ভোট
হিমাংক বলতে কি বোঝায়?
আবহাওয়ার খবরে হিমাংক শব্দটা প্রতিনিয়ত ব্যবহার করা হয়। এই হিমাংক এর অর্থ কি?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৬ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

    Nobody yet this month.

    সাম্প্রতিক ব্যাজ সমুহ

    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    abunaser ১৭ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
    whoever ১৫ ৬৭ ২৩২ একটি ব্যাজ পেয়েছেন
    ...