থার্মোমিটারে পারদ (mercury) ব্যবহার করার কারন হলো এটি একটি তরল ধাতু। এটি অন্যান্য ধাতুর তুলনায় অনেক বেশি সম্প্রসারণ হতে পারে। সামান্য তাপমাত্রার পার্থক্যেও পারদের মধ্যে প্রভাব পরে। যার কারনে এটি থার্মোমিটারে ব্যবহার করাতে অনেক সূক্ষ্ম তাপমাত্রাও পরিমাপ করা যায়।