avatar
+৪ টি ভোট

হিমাংক বলতে কি বোঝায়?

আবহাওয়ার খবরে হিমাংক শব্দটা প্রতিনিয়ত ব্যবহার করা হয়। এই হিমাংক এর অর্থ কি?

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট
কোন তরল পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় জমে কঠিন পদার্থে রূপান্তর হতে শুরু করে তাকে উক্ত পদার্থের হিমাঙ্ক বা (Freezing point) বলা হয়। এর বিপরিতে কোন পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করলে সেই তাপমাত্রা হলো উক্ত পদার্থের গলনাঙ্ক।

এরকম আরও প্রশ্ন

avatar
+২ টি ভোট
S.T.P বলতে কি বুঝায়? এর মান কত?

S.T.P এর পূর্ণরূপ হল Standard Temperature and Pressure। বাংলায় একে প্রমাণ উষ্ণতা/তাপমাত্রা ও চাপ বলা হয়। S.T.P হল এমন একটি মান যাতে গ্যাসের আচরণকে আদর্শ গ্যাসের আচরণের সাথে তুলনা করা যায়।


S.T.P এর মান গুলো হলঃ

  • তাপমাত্রাঃ 0°C বা 273.15 K
  • চাপঃ 1.013×10⁵Pa বা 1 atm
  • এক মোল গ্যাসের আয়তনঃ 22.414 L


S.T.P-এর মানগুলি নির্ধারণ করা হয়েছে গ্যাসের আচরণের উপর গবেষণার মাধ্যমে। এই মানগুলিতে গ্যাসের আচরণকে আদর্শ গ্যাসের আচরণের সাথে তুলনা করলে, গ্যাসের আচরণের সাথে সম্পর্কিত বিভিন্ন সূত্র এবং সমীকরণগুলির সঠিকতা বৃদ্ধি পায়।

avatar
+৪ টি ভোট
ইংরেজি সালে BC এবং AD বলতে কি বোঝায়?
ইংরেজিতে বছর লিখার সময় BD এবং AD লিখা হয়। BC এবং AD বলতে কি বোঝায়?
avatar
+৩ টি ভোট
সেলসিয়াস থেকে ফারেনহাইট পাবো কি নিয়মে?
সেলসিয়াস থেকে ফারেনহাইট মান কিভাবে পাব? কি সূত্র এর মাধ্যমে সেলসিয়াস থেকে ফারেনহাইট মান বের করতে পারবো?
avatar
+৪ টি ভোট
ফারেনহাইট, সেলসিয়াস ও কেলভিন এগুলোর মধ্যে পার্থক্য কি?
ফারেনহাইট, সেলসিয়াস ও কেলভিন এগুলোর মধ্যে পার্থক্য কি? এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
avatar
+৪ টি ভোট
ফারেনহাইট থেকে সেলসিয়াস পাবো কি নিয়মে?
ফারেনহাইট থেকে সেলসিয়াস মান কিভাবে পাব? কি সূত্র এর মাধ্যমে ফারেনহাইট থেকে সেলসিয়াস মান বের করতে পারবো?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
...